ইশরাক ভাইয়ের বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই দেখিনি : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই দেখিনি। আমরা প্রত্যাশা করি, ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ে যে ইশরাক ভাইকে আমরা দেখেছি ওই ভূমিকায় তিনি যাবেন। এই ধরনের বক্তব্য তার কাছে কখনোই প্রত্যাশিত নয়।

‘এক ঘণ্টায় সরকার পতন ঘটানো’সহ যে ধরনের কথাবার্তা তিনি বললেন এগুলো এমন একজন রাজনৈতিক ব্যক্তির কাছে কখনো প্রত্যাশিত নয়। এগুলো আসলে যারা বলেন, তাদের মধ্যে আমরা ফ্যাসিস্টের চরিত্র দেখতে পাই।

আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলেন তাহলে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে প্রতিহত করার চেষ্টা করবো।

সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, বাংলাদেশের রাজনৈতিক কালচারকে যদি ঠিক করতে চাই সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজার যেটা বলেছেন সেটা আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিন্তু গতকালকে বিএনপির মুখপাত্র ইশরাক হোসেন তার বক্তব্যে যেভাবে উলঙ্গ করে কিছু মানুষকে মারার কথা বললেন, খুব নিম্ন মানের কিছু শব্দ ব্যবহার করলেন, এটা তো নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে অনেক ডিগ্রি নিচের বক্তব্য। আমরা যদি কারো কাছে ভালো প্রত্যাশা করি আমার তো তার চেয়ে ভালো করতে হবে। কিন্তু আমরা তার চেয়ে খারাপ করে যদি ভালো প্রত্যাশা করি তাহলে তো হবে না।

এনসিপির এই নেতা বলেন, আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রত্যেকটা দল রাজনৈতিক ব্যক্তির মধ্যে রেসপেক্টফুল (সম্মানজনক) সম্পর্ক তৈরি হোক। এজন্য আমাদের সবার জায়গা থেকে যেটা করা দরকার সেটা করবো। যারা যত বড় দল মনে করে তাদের দায়িত্ব তত বেশি।

শুধুমাত্র বললে হবে না, দায়িত্ব নিতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। কক্সবাজারে আমাদের মঞ্চে আগুন দেওয়া হয়েছে, ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের একজন জুলাইযোদ্ধা আহত হয়েছেন। তাকে রক্তাক্ত করা হয়েছে।

সারজিস বলেন, ফেনীতে ছাত্রদলের একজন বক্তব্য দিয়েছেন, ফেনীতে ঢুকতে দেওয়া হবে না। এগুলো আসলে আওয়ামী কালচার ছিল। নতুন কালচার এ যাওয়ার যে আগ্রহ সেটা তাদের মধ্যে দেখি না। নতুন কালচারে যাওয়ার জন্য আমাদের এই ফাইট। যদি প্রয়োজন হয় কেউ আমাদের রক্তাক্ত করবে, করুক। আমাদের সমস্যা নেই। কিন্তু নতুন কালচার স্টাবলিশ করার জন্য আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।

আওয়ামী লীগের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। তাদের হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না। তারা যেটুকু করছে এটা হচ্ছে তাদের জায়গা থেকে চোরাগোপ্তা ও সন্ত্রাসী কার্যক্রম। আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা নেবে। 

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিমান দুর্ঘটনায় সাতজনকে চেনা যাচ্ছে না, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩ Jul 22, 2025
'নেগেটিভ ব্লাড ডোনাররা আহতদের পাশে এসে দাঁড়ান' Jul 22, 2025
উত্তরায় বিমান বি-ধ্বস্তে নি’হ”ত ১৯, রাষ্ট্রীয় শোক | টাইমস ফ্ল্যাশ Jul 22, 2025
শুধু বিমানের ত্রুটি নয় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করলেন সাবেক শিক্ষার্থী Jul 22, 2025
img
এরা শুধু খেতে জানে, লুট করতে জানে, আর সবসময় বলির পাঁঠা বানায় সাধারণ মানুষকে : পারসা মেহজাবিন Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় রক্ত দিয়ে এগিয়ে আসার আহ্বান অপু বিশ্বাস- বুবলীর Jul 22, 2025
img
ঢাকায় গ্রেফতার গাইবান্ধা আ. লীগের সহ-সভাপতি Jul 22, 2025
স্বপ্ন দেখতেন খাতায়, আজ গড়েছেন সাম্রাজ্য পিংকি বদলে দিলেন বাস্তবতা Jul 22, 2025
বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন পাইলট তৌকির Jul 22, 2025
সোহরাওয়ার্দীতে জামায়াতের মহাসমাবেশে দেয়া হল যেসব বার্তা Jul 22, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 22, 2025
img
মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত : তথ্য উপদেষ্টা Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় মেয়েকে পাওয়া গেল অক্ষত, মা এখনো নিখোঁজ Jul 22, 2025
img
না ফে-রা-র দেশে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিনও Jul 22, 2025
img
আট জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর : আইএসপিআর Jul 22, 2025
img
চট্টগ্রামে মধ্যরাতে শিবির-ছাত্রদল সংঘর্ষ Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতীয় বার্নে প্রাণ গেল আরও দুজনের Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য হাসনাত-সারজিসদের দোয়া ও মোনাজাত Jul 22, 2025
img
পদত্যাগ করলেন ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় Jul 22, 2025