যাদের কোনো ভবিষ্যৎ নেই, তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে : দুদু

নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নেই, তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। সেই ফ্যাসিবাদ, স্বৈরাচারীদের বিচার করা ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। হাসিনা গণহত্যাকারী, এ বিষয়ে দেশে কারো দ্বিমত নেই। পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। তারাই তো হাসিনাকে দিয়ে বাংলাদেশে স্বৈরশাসক প্রতিষ্ঠা করেছিল।

তিনি বলেন, হাসিনা শুধু হত্যাকারী, লুণ্ঠনকারী, স্বৈরশাসকই নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। হাসিনা এই দেশটাকে এক ধরনের উপটোউকন হিসেবে ভারতের কাছে তুলে দিয়েছিলেন। বাংলাদেশের অর্থনীতি, সামাজিকতা, পররাষ্ট্রনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছিল। এ কথা শেখ হাসিনা নিজে স্বীকার করেছিলেন। সুযোগ পেলে আনুষ্ঠানিকভাবে এই দেশটাকে ভারতের কাছে দিয়ে দিতেন।

তাই শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। তার বিচার অবশ্যই করতে হবে।

শামসুজ্জামান দুদু বলেন, জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও যারা আহত হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিতে হবে। ইতোমধ্যে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় এলে তাদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়া হবে।

বাংলাদেশের চার থেকে পাঁচটি বাজেটের টাকা হাসিনা নিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিগত ১৫ বছরে যে টাকা পয়সা লুটপাট করছে আওয়ামী লীগ তার একটি টাকাও এখনো দেশে ফেরত আনতে পারেনি সরকার। সে টাকা ফেরত আনতে হবে।

প্রধান উপদেষ্টার সম্পর্কে তিনি বলেন, ডক্টর ইউনূসকে বিএনপি সমর্থন দিয়েছে। তাকে নিয়ে আমরা সমালোচনা করি, তিনি যেন সঠিক পথে থাকে এ জন্য। তার ভাবমূর্তি সারা দেশে আছে এবং সারা বিশ্বে আছে। সেটা ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে এটাই বিএনপি মনে করে। তার কাছে আমাদের একটাই প্রত্যাশা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বিতীয় কোনো পথ নেই।

দুদু বলেন, অনন্তকাল ধরে যদি আমরা নির্বাচনকে ফেলে রাখি, তাহলে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না। ষড়যন্ত্রকারীরা বসে নেই। ইতোমধ্যে গোপালগঞ্জের তা প্রমাণিত হয়েছে। সেটা ঢাকা শহরে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। এবং নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ-সভাপতি শিল্পী জেনস সুমন, মহিদুল ইসলাম মামুন, শরীফুল হাই প্রমুখ।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিমান দুর্ঘটনায় সাতজনকে চেনা যাচ্ছে না, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩ Jul 22, 2025
'নেগেটিভ ব্লাড ডোনাররা আহতদের পাশে এসে দাঁড়ান' Jul 22, 2025
উত্তরায় বিমান বি-ধ্বস্তে নি’হ”ত ১৯, রাষ্ট্রীয় শোক | টাইমস ফ্ল্যাশ Jul 22, 2025
শুধু বিমানের ত্রুটি নয় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করলেন সাবেক শিক্ষার্থী Jul 22, 2025
img
এরা শুধু খেতে জানে, লুট করতে জানে, আর সবসময় বলির পাঁঠা বানায় সাধারণ মানুষকে : পারসা মেহজাবিন Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় রক্ত দিয়ে এগিয়ে আসার আহ্বান অপু বিশ্বাস- বুবলীর Jul 22, 2025
img
ঢাকায় গ্রেফতার গাইবান্ধা আ. লীগের সহ-সভাপতি Jul 22, 2025
স্বপ্ন দেখতেন খাতায়, আজ গড়েছেন সাম্রাজ্য পিংকি বদলে দিলেন বাস্তবতা Jul 22, 2025
বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন পাইলট তৌকির Jul 22, 2025
সোহরাওয়ার্দীতে জামায়াতের মহাসমাবেশে দেয়া হল যেসব বার্তা Jul 22, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 22, 2025
img
মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত : তথ্য উপদেষ্টা Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় মেয়েকে পাওয়া গেল অক্ষত, মা এখনো নিখোঁজ Jul 22, 2025
img
না ফে-রা-র দেশে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিনও Jul 22, 2025
img
আট জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর : আইএসপিআর Jul 22, 2025
img
চট্টগ্রামে মধ্যরাতে শিবির-ছাত্রদল সংঘর্ষ Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতীয় বার্নে প্রাণ গেল আরও দুজনের Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য হাসনাত-সারজিসদের দোয়া ও মোনাজাত Jul 22, 2025
img
পদত্যাগ করলেন ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় Jul 22, 2025