খসড়া ভোটার তালিকা প্রকাশে প্রস্তুত ইসি, যুক্ত হচ্ছে ৪৪.৬৬ লাখ ভোটার

চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার নাগরিক।

সোমবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, খসড়া তালিকায় যুক্ত হওয়া নতুন ভোটারদের নাম প্রকাশ করব আমরা। গত সপ্তাহে এটি প্রকাশ না করার কারণ ছিল মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়াধীন থাকা। তবে এবার তা হয়ে গেছে, এ মাসেই আমরা তালিকাটি প্রকাশ করব।

ভোটে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল হওয়ার বিদ্যমান ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, গত কমিশনের সভার পরেই কমিশনার বলেছিলেন যে আমরা এটা (ইভিএম) আর ব্যবহার করবো না। এখন এটার ফিউচারটা নির্ধারণ করার জন্য একটা কমিটি করা হবে, সে কমিটি ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, ইভিএম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সবগুলো মোটামুটিভাবে একটা জায়গায় যে, মেশিনগুলো আছে, সেগুলো আমরাকে এক জায়গায় এসেম্বল করতে মানে এক জায়গায় লকেট করতে বলেছি। উইথ ট্যাগিং এপ্রোপ্রিয়েট লোকেশন অ্যান্ড ট্যাগ করে যাতে আমরা স্টোরটা আমাদের এক্সিস্টিং স্টোরেজ ফ্যাসিলিটিতে আমরা কিছু স্পেস পেতে পারি।

পিবিআইয়ের চিঠির বিষয়ে ইসির সিনিয়র এই সচিব বলেন, পিবিআই থেকে একটি চিঠি এসেছে, সেই চিঠির ভিত্তিতে আমরা মাঠপর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি।পিবিআই বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোর (২০১৪, ২০১৮, ও ২০২৪) সঙ্গে যারা মাঠপর্যায়ে যুক্ত ছিলেন, তাদের একটি নামের তালিকা চেয়েছে। এখন যারা সেই সময় দায়িত্বে ছিলেন, তারাই বলতে পারবেন তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন। পিবিআই আমাদের কাছে শুধু ওই তালিকাটি চেয়েছে।

সীমানা নির্ধারণ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে যিনি আমাদের কমিটির প্রধান, কমিশনার আনোয়ার সাহেব—এই বিষয়টি তিনিই ভালোভাবে বলতে পারবেন। আমার কাজ হলো, কমিশন থেকে যখন এটি আমাদের কাছে আসবে, তখন সেটি কমিশনে উপস্থাপন করা। এখনো পর্যন্ত আমি তা পাইনি। শুনেছি, এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আজও হতে পারে, তবে আজ হওয়া সম্ভব নয়, কারণ সারাদিনই তারা এই নিয়ে ব্যস্ত ছিলেন। আশা করছি, আগামীকাল বা পরশুর মধ্যে এটি সম্পন্ন হবে। তাহলে আমরা পরবর্তী কমিশন বৈঠকে তা উপস্থাপন করতে পারব।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নিলামে তোলা হচ্ছে বেনজীরের ব্যবহৃত জিনিসপত্র Jul 21, 2025
img
বিশ্বব্যাংককে ছাড়িয়ে গেল চীন, ৬ মাসে প্রবৃদ্ধি ৫.৩% Jul 21, 2025
img
আহতদের দেখতে যাওয়া দয়া করে আজকের জন্য বন্ধ করুন: সারজিস আলম Jul 21, 2025
img
নতুন লুকে চমকে দিলেন রাম চরণ Jul 21, 2025
img
উত্তরার বিমান দুর্ঘটনায় পা‌কিস্তানের প্রধানমন্ত্রীর গভীর দুঃখ প্রকাশ Jul 21, 2025
img
সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক আর নেই Jul 21, 2025
img
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা Jul 21, 2025
img
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছালেও রেহাই নেই, ফিরতে হচ্ছে লিবিয়ায় Jul 21, 2025
img
বিমান বিধ্বস্তে হতাহতের মা-বাবাদের কী জবাব দেব : প্রধান উপদেষ্টা Jul 21, 2025
img
জুয়ার অ্যাপের প্রচারে বিজয় দেবেরাকোণ্ডাসহ ৪ তারকাকে ইডির তলব Jul 21, 2025
img
মেয়েকে মাইলস্টোনে ভর্তি করাতে চেয়েছিলেন তিশা, ভেঙে পড়লেন কান্নায় Jul 21, 2025
img
একবার সুযোগ দিয়ে দেখেন, ফেল করলে আর পরীক্ষার হলে যাবো না: ফয়জুল করীম Jul 21, 2025
img
বাংলাদেশে বিমান দুর্ঘটনা নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের বার্তা Jul 21, 2025
img
হাসপাতালে ভিড় করবেন না, ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা Jul 21, 2025
img
ইয়ারলুং জাংবো নদী থে‌কে পানি প্রত্যাহার করবে না চীন Jul 21, 2025
img
কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব?: বর্ষা Jul 21, 2025
img
পাহাড়ি-বাঙ্গালী ঐক্য গড়ে তোলার আহ্বান নাহিদের Jul 21, 2025
img
হিমাচলে প্রবল বর্ষণ : ২ দিনে নিহত ১২০ Jul 21, 2025
img
যার যার এলাকায় সবাই নির্বাচনী কার্যক্রমে নেমে যান : আমীর খসরু Jul 21, 2025
img
‘একজন বাবা হিসেবে এই যন্ত্রণা আমি অনুভব করছি’, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে সাকিব Jul 21, 2025