ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এখন গোটা জাতি জাগ্রত হয়েছে, ইসলামের কল্যাণ সম্পর্কে তারা জানে। আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন, ফেল করলে আর পরীক্ষার হলে যাব না।
সোমবার (২১ জুলাই) বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলন নরসিংদী শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায় বিচার করতে পারছেন না। নরসিংদীর আদালতের দিকে চেয়ে দেখেন, সেখানকার অবস্থাটা কী, ন্যায় বিচার হচ্ছে না। সেখানে একদল মানুষ গিয়ে বিচারককে চাপ প্রয়োগ করে, একপক্ষে রায় দিতে হবে। এক পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবে না।
তিনি আরও বলেন, র্যাব বিএনপির আমলে সৃষ্টি করা হয়েছিল, সন্ত্রাস বিরোধী কাজের জন্য। র্যাবের হাতে সবচেয়ে বেশি মানুষ মরেছিল বিএনপিরই।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলাম হলো সকলের মুক্তির জন্য। ইসলাম হলো একটি ফ্যাক্টরি যেখানে খারাপ মানুষ ঢুকবে, ভাল হয়ে বের হবে। আওয়ামী লীগ-বিএনপিতে ভাল মানুষ ঢুকবে, খুনী হয়ে বের হবে।
ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লা, সেক্রেটারি মুহাম্মাদ রাকিবুল হাসান প্রমুখ।
এমকে/এসএন