অনলাইনে জুয়ার অ্যাপের প্রচারের কারণে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির বড় বড় তারকা অনেক দিন ধরেই ইডির নজরদারিতে ছিলেন। আজ সোমবার সমন পাঠিয়ে প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোণ্ডা এবং রানা ডাগ্গুবতিকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বলিউড গণমাধ্যমের খবর, তারকাদের আলাদা আলাদা ইডির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৩ জুলাই ডাগ্গুবতীকে হাজিরা দিতে হবে।
এরপর জুলাইয়ের ৩০ তারিখ তলব করা হয়েছে প্রকাশ রাজকে।
এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আগস্ট মাসের ৬ তারিখে বিজয় দেবেরাকোণ্ডা এবং ১৩ তারিখে লক্ষ্মী মাঞ্চুকে ডেকে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, অনলাইনে বেআইনি জুয়ার অ্যাপের প্রচারের জন্য সম্প্রতি এই ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এই তালিকায় তারকামুখের পাশাপাশি নেটপ্রভাবী এবং একাধিক ইউটিউবার রয়েছেন।
এবার তাদের মধ্যে থেকেই বড় কয়েকজন তারকাকে তলব করা হল ইডির দপ্তরে।
জানা গেছে, ব্যবসায়ী ফণীন্দ্র শর্মার অভিযোগের ভিত্তিতেই হায়দরাবাদে এফআইআর করা হয়েছিল। এর আগে মার্চ মাসে অবৈধ বেটিং অ্যাপ প্রচারের সঙ্গে যুক্ত অভিনেতাদের বিরুদ্ধে প্রাথমিক মামলা করা হয়েছিল।
অভিযোগকারীদের মতে, একটা বিরাট অঙ্কের অর্থ লেনদেন হচ্ছে এই বেআইনি বেটিং অ্যাপের বিজ্ঞাপনকে সামনে রেখে।
তারকাদের সঙ্গে ঠিক কত টাকা লেনদেন হয়েছে? ইডির তরফে আপাতত সেটাই খতিয়ে দেখা হচ্ছে।
এফপি/এসএন