‘কিছু লোক হাসপাতালে গিয়ে লাইভ-ভিডিও করে ভিউ কামাচ্ছে’

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘উৎসুক মানুষের ভিড়ে হাসপাতালে পানি, জরুরি সামগ্রী ও অক্সিজেনের গাড়িও ঢুকতে পারছে না। বিষয়টি লজ্জাজনক ও অমানবিক।’ তিনি অভিযোগ করেছেন, বেশ কিছু লোক সেখানে গিয়ে লাইভ ও ভিডিও করে ভিউ কামাচ্ছে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি। বিশেষ সহকারী লিখেছেন, ‘ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট হাসপাতালের (শহীদুল্লাহ্‌ হলের পাশে) সামনে ব্যাপকসংখ্যক উৎসুক জনতার ভিড়, এতে অ্যাম্বুলেন্স চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। ছাত্র ভলান্টিয়াররা অ্যাম্বুলেন্সের চলাচলের পথ ক্লিয়ার রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন, এমেইজিং কাজ করছেন উনারা। কিন্তু উৎসুক জনতার ভিড় এত বেশি যে কোনো মতেই কুলিয়ে উঠতে পারছেন না।’

ফয়েজ আহমদ আরো লিখেছেন, ‘ছাত্রদের আরেকটি টিম দরকার, দয়া করে উৎসুক জনতাকে পুরো রাস্তা থেকে (এমনকি ফুটপাত) সরিয়ে দিতে চেষ্টা করুন, আগামী কয়েক ঘণ্টা রাস্তা ফাঁকা রাখতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো এই দিকটায় মনোযোগ দিতে পারেন।’

বিভিন্ন হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্স আসছে উল্লেখ করে ফয়েজ আহমদ লিখেছেন, ‘বিভিন্ন হসপিটাল থেকে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্স আসছে, কারণ অন্য হসপিটালগুলির সক্ষমতা সমান নয়, এখানে তুলনামূলক ভালো চিকিৎসাসেবা আছে বিধায় সেখান থেকে অ্যাম্বুলেন্স আসতে থাকবে। এমনকি হাসপাতালের পানি, জরুরি সামগ্রী এবং অক্সিজেনের গাড়িও ঢুকতে পারছে না, এক লজ্জাজনক বিষয়! অমানবিকও। বেশ কিছু লোক সেখানে গিয়ে লাইভ ও ভিডিও করে ভিউ কামাচ্ছে!’

কিছু লোক জোর করে হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন অভিযোগ করে বিশেষ সহকারী লিখেছেন, ‘দয়া করে হসপিটালের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না, হসপিটালের ভবনে ডাক্তার এবং নার্সরা সময়মতো লিফট এবং অপরাপর সাপ্লাই ব্যবহার করতে পারছেন না। জনতার অতিরিক্ত উপস্থিতির কারণে পুরা হাসপাতাল স্বাভাবিকভাবে পরিচালনা কঠিন হয়ে পড়েছে।’

ফয়েজ আহমদ আরো লিখেছেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, এই মুহূর্তে নেগেটিভ রক্তের আর প্রয়োজন নেই, পরবর্তী সময়ে দরকার হলে জানানো হবে, যারা রক্ত দিতে চান, সেখানে না গিয়ে হটলাইনে নম্বর ও রক্তের গ্রুপ জানিয়ে রাখুন। পর্যাপ্তসংখ্যক মানুষ ইতিমধ্যেই রক্ত দিয়েছেন, তাদের সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। জরুরি প্রয়োজনে আমাদের রক্তদানে এগিয়ে আসার এই সংস্কৃতি অত্যন্ত মহৎ।’

সর্বশেষে সবাইকে অনুরোধ জানিয়ে ফয়েজ আহমদ লিখেছেন, ‘বার্ন ভিকটিমের পিতামাতা না হলে, বিভিন্ন বার্ন হাসপাতালের জরুরি নম্বরেও কল করে সেগুলো ব্যস্ত রাখবেন না, প্লিজ!’

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রধান প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশন Jul 22, 2025
img
কোস্টগার্ডের অভিযানে অবৈধ জালসহ ৩৩ জেলে আটক Jul 22, 2025
img
নাটোরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ১০ Jul 22, 2025
img
নিহত পাইলট তৌকিরের প্রথম জানাজা সম্পন্ন Jul 22, 2025
img
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শনে দুই উপদেষ্টা Jul 22, 2025
আমাদের যতটুকু সামথ্য ছিল চেষ্টা করেছি -মাইলস্টোনের শিক্ষক Jul 22, 2025
img
মাইলস্টোনের ঘটনা: ক্ষতিপূরণের দাবি জানিয়ে শোক প্রস্তাব ঐকমত্য কমিশনের Jul 22, 2025
img
সব বাচ্চাগুলোর মাঝে আমার ফারিশকে দেখতে পাচ্ছি: মাহি Jul 22, 2025
img
'নিকুঞ্জে খেলার মাঠ দখল করে ফুড কার্ট' Jul 22, 2025
মাইলস্টোনে আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায় নিচ্ছে সরকার Jul 22, 2025
img
সন্তান বাসায় না আসলে মায়ের মনে কি চলে শুধু মায়েরাই ভালো জানে : বর্ষা Jul 22, 2025
img
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট Jul 22, 2025
img
সুনামগঞ্জ সীমান্তের চেলা নদী থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ Jul 22, 2025
img
‘আমি তাদের দেইনি বলে তারা ক্ষুব্ধ’, মুত্র পান প্রসঙ্গে জবাব দিলেন অভিনেতা পরেশ Jul 22, 2025
img
মাইক্রোসফটের সার্ভার হ্যাক, ১০০ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল Jul 22, 2025
img
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়া হয়েছে: আইন উপদেষ্টা Jul 22, 2025
ঘটনাস্থলের পাশেই পড়ে আছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর ছুটির আবেদন Jul 22, 2025
img
পাকিস্তানে বন্যায় ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১৫ Jul 22, 2025
img
মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান : আইএসপিআর Jul 22, 2025