উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল

উত্তরা মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির মর্মান্তিক ঘটনার আগে ফেসবুকে দেওয়া একটি রহস্যময় সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। তবে সাইবার বিশেষজ্ঞদের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন এক চিত্র-এই ‘ভবিষ্যদ্বাণীমূলক’ পোস্টের পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক অনলাইন বেটিং ও স্ক্যাম চক্র।

গত ২১ জুলাই সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থাকায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এ ঘটনায় বহু শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

এই মর্মান্তিক দুর্ঘটনার মাত্র একদিন আগেই, ২০ জুলাই (রোববার) ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামক একটি ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সতর্কমূলক পোস্ট দেওয়া হয়।

পোস্টটিতে লেখা ছিল: একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।

পরদিন দুর্ঘটনা ঘটার পর পেজটি থেকে আরেকটি পোস্ট করে বলা হয়: আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক।

এই পোস্ট দু’টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। অনেকেই ভাবতে শুরু করেন, পেজটি কোনো ‘অ্যানোনিমাস’ হ্যাকার সংগঠনের অংশ কি না, বা সত্যিই তারা ভবিষ্যতের ঘটনা জানতে পারে কি না।

তবে বিষয়টি আর দীর্ঘস্থায়ী হয়নি। বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা দ্রুত অনুসন্ধানে নামে। প্রোবফ্লাই আইটি’র ফাউন্ডার আব্দুল্লাহ আল ইমরান নিশ্চিত করেছেন, ওই ফেসবুক পেজটি মূলত অনলাইন বেটিং ও স্ক্যামিং কার্যক্রমের অংশ হিসেবে গড়ে তোলা হয়েছিল।

ইমরান বলেন, আমরা জানতে পেরেছি এই পেজটি চারজন ব্যক্তি পরিচালনা করছিলেন—যার মধ্যে দুইজন নাইজেরিয়ান, একজন আমেরিকান, এবং অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। পেজটি বিভিন্ন সময়ে গুজব ছড়িয়ে ও মানুষের অনুভূতি নিয়ে খেলে তাদের বেটিং সাইট ও স্ক্যাম প্রচারণা চালাত।

ইমরান জানান, পরিচয় ফাঁস হওয়ার পর তারা দ্রুত তাদের আইডিগুলো ডিয়েক্টিভেট করে দেয়, এবং বর্তমানে ফেসবুকে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি জনগণকে এ ধরনের গুজবে কান না দিয়ে বিশ্বস্ত সংবাদমাধ্যম ও অফিসিয়াল সূত্রে বিশ্বাস রাখতে অনুরোধ করেন।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেক সম্পাদক কদরুদ্দিন শিশির বলেছেন, পেজটি কোনো আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ‘অ্যানোনিমাস’-এর অংশ নয়। বরং এটি একটি প্রতারণামূলক অনলাইন জুয়া প্রমোট করতে ব্যবহৃত হতো।

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক মাধ্যমে গুজব ও আতঙ্ক ছড়ানোর মাধ্যমে অসাধু চক্র যেমন বাণিজ্যিক ফায়দা তোলার চেষ্টা করে, তেমনি জনমনে বিভ্রান্তিও সৃষ্টি করে। এই ধরনের তৎপরতা বন্ধে জনসচেতনতা বাড়ানো এবং কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
আবারও আলোচনায় হিলারির ইমেইল কেলেঙ্কারির মামলা Jul 22, 2025
img
পুরনো প্রযুক্তি নয়, পুরনো বিমান: বিমানবাহিনী প্রধান Jul 22, 2025
img
সুস্মিতার পছন্দের হিরে উপহার দেওয়ার সামর্থ্য ছিল না, রোহমানের খোলামেলা স্বীকারোক্তি Jul 22, 2025
img
এখন আর কেউ পরিশ্রম করতে চায় না: ধোনি Jul 22, 2025
img
কলেজের পেছনের গেট দিয়ে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা Jul 22, 2025
img
২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায়: বাবা-মায়ের পাশে শায়িত শিক্ষিকা মাহরিন Jul 22, 2025
img
দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে: জামায়াত আমির Jul 22, 2025
img
আবার মাইলস্টোন কলেজে অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব Jul 22, 2025
img
হাঁটুর চোট সারাতে মূত্রপানের টোটকা Jul 22, 2025
বাংলাদেশের বিমান দুর্ঘটনায় শোকাহত আন্তর্জাতিক মহল Jul 22, 2025
পাইলট-শিক্ষক সহ ২৭ জনের প্রাণহানি, ২৫ জনই শিশু Jul 22, 2025
img
তাঁদের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই : মিথিলা Jul 22, 2025
img
পাবনায় জামায়াত কর্মী মোস্তাফিজের কবর জিয়ারত করলেন শফিকুর রহমান Jul 22, 2025
এফ-৭ বিমানটি চাইনিজ রেপ্লিকা: ডেল এইচ খান Jul 22, 2025
img
উপসর্গ ছাড়াই বিপদে পড়েছিলেন হৃতিকের বাবা Jul 22, 2025
img
স্পেশাল অপস ২’ দিয়ে নজর কাড়লেন টোটা Jul 22, 2025
img
চিকিৎসা না অস্ত্রোপচার, কীভাবে ওজন কমালেন অপু Jul 22, 2025
img
মাইলস্টোনে নিহতদের দাফনে জায়গা নির্ধারণ করে দিলেন প্রধান উপদেষ্টা Jul 22, 2025
img
শীঘ্রই শুরু হবে ‘বাংলা বিগবস্‌’-এর শুটিং, প্রতিযোগী হিসাবে থাকছেন সুদীপ্তা Jul 22, 2025
img
উত্তরার দুর্ঘটনার প্রেক্ষাপটে স্থগিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ Jul 22, 2025