স্পেশাল অপস ২’ দিয়ে নজর কাড়লেন টোটা

সর্বভারতীয় স্তরে সবচেয়ে বড় শো হতে চলেছে ‘স্পেশাল অপস ২’, সিরিজ মুক্তির আগেই জানিয়েছিলেন টোটা রায়চৌধুরী। সেকথাই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। বিনোদ শেখাওয়াত চরিত্রে তাঁর অভিনয় দেখার পরই জাতীয়স্তরে বাঙালি অভিনেতাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন টোটা। পরিচালক নীরজ পাণ্ডে নাকি আগেভাগেই এই সিরিজে তাঁর চরিত্রটি নিয়ে বড়সড় এক ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন। তখনও টোটা ‘স্পেশাল অপস ২’-এ অভিনয় করছেন, চূড়ান্ত হয়নি! তবে প্রিয় পরিচালকের অফিসে চিত্রনাট্য শুনতে গিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসেছিলেন। কী সেটা? সেকথাই এবার অভিনেতা ফাঁস করলেন।

‘স্পেশাল অপস ২’-এর সাফল্যে বুঁদ টোটা রায়চৌধুরী জানিয়েছেন, “‘আ ওয়েডনেসডে’ দেখার পর থেকেই নীরজ পাণ্ডের কাজের অনুরাগী। ফলত যখন স্যরের দিক থেকে কাজের প্রস্তাব এল, তখন বিনা বাক্যব্যয়ে সম্মতি জানিয়ে দিই। মুম্বইয়ে ওঁর সুসজ্জিত অফিসে বসে, মশলা চা পান করতে করতে যখন শুনলাম যে উনি ‘স্পেশাল অপস’-এর দ্বিতীয় সিজনের জন্য আমার কথা ভেবেছেন, তখন চা ছলকে-ছিটকে একেবারে ছাব্বিশ হাল হয়েছিল আমার! সোজাসাপটা মানুষটি সরাসরি আমাকে বললেন- দৈর্ঘ্য হয়তো কম কিন্তু তোমার চরিত্রের ইমপ্যাক্ট তুমি রিলিজের পরই বুঝতে পারবে।” পরিচালক-প্রযোজকের সেকথাই যেন হাড়ে হাড়ে টোটা টের পেলেন ‘স্পেশাল অপস ২’ মুক্তির পর।



অভিনেতা বলছেন, “ওঁর কথা টের পেলাম গত দু’দিনে। মেসেজের পর মেসেজে ইনবক্স ভরে গিয়েছে। যখনই কোনও কাজের জন্য প্রশংসিত হই, তখন প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তার পর পরিচালক কিংবা পরিচালিকাকে এবং তৎসহ দর্শকবন্ধুদের কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়ে অঙ্গীকার করি, যেন আরও পরিশ্রমের মাধ্যমে তাঁদের প্রশংসার যোগ্য হয়ে উঠতে পারি।

বিনোদ শেখাওয়াত চরিত্রটি আমার অভিনয় জীবনের অন্যতম প্রিয় চরিত্র হয়ে রয়ে যাবে।” প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন টোটা রায়চৌধুরী। তেইশ সালে করণ জোহরের হাত ধরে ‘রকি অউর রানি…’ ছবিতে আলিয়া ভাটের বাবা ‘চন্দন চ‌্যাটার্জি’র ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার ‘স্পেশাল অপস ২’-এর জন্য প্রশংসা কুড়োচ্ছেন টোটা।

১৯৯৩ সালে প্রভাত রায়ের ‘দুরন্ত প্রেম’ ছবিতে টোটা রায়চৌধুরির ডেবিউ হয়। প্রায় তিরিশ বছর হতে চলল তাঁর কেরিয়ারের। মেনস্ট্রিম বাংলা ছবি ‘লাঠি’, ‘শুধু একবার বলো’, ‘সন্তান যখন শত্রু’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর পাশাপাশি তিনি ‘শুভ মহরৎ’, ‘চোখের বালি’, ‘পদক্ষেপ’-এর মতো ছবি দিয়ে শুরু করেছিলেন। সম্প্রতি টোটা অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘ফেলুদা’ সিরিজেও। তার মাঝে বলিউডে কাজ করলেও বাংলার দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার জন্য ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয় করেন। যে চরিত্র বাংলার মানুষের ড্রয়িংরুমে জনপ্রিয় হয়ে উঠেছিল। টোটার অভিনয় কেরিয়ার বরাবরই শেখায়, কাজ ছোট কিংবা বড় নয়, নিষ্ঠা সহকারে যে কোনও কাজ করলে তার ফলপ্রাপ্তি অবশ্যসম্ভাবী।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শান্তি আলোচনায় কোনো চমক আশা করার কারণ নেই: রাশিয়া Jul 22, 2025
img
দক্ষিণে বাজিমাত জাহ্নবী, পারিশ্রমিক এখন ৬ কোটি Jul 22, 2025
img
দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে : শ্রম উপদেষ্টা Jul 22, 2025
img
ঋতুর দর্শনীয় গোলে হেরে গেল মাসুরা-রুপ্নারা Jul 22, 2025
img
সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ : ফয়জুল করীম Jul 22, 2025
img
বাবা নবীকে ছাড় দিলেন না ছেলে, প্রথম বলেই ছক্কা হাঁকালেন ইসাখিল Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় ভর্তি ৪৪, আইসিইউতে ১২ Jul 22, 2025
img
ভিলেনের রূপে আসছেন তৃপ্তি দিমড়ী Jul 22, 2025
img
‘প্রতিটা খেলোয়াড়েরই মন খারাপ ছিল’, বিমান দুর্ঘটনা নিয়ে মিরাজ Jul 22, 2025
img
মাতৃত্বে পা দিয়েই পৃথিবীর ভয়ংকর রূপ দেখলেন রিচা Jul 22, 2025
img
পাকিস্তানে বর্ষাকালীন দুর্যোগ :২২ দিনে ২২৩ প্রাণহানি Jul 22, 2025
img
বেনাপোলে যাত্রীসেবায় মানোন্নয়ন, রাজস্ব আদায়ে জোর দিলেন এনবিআর চেয়ারম্যান Jul 22, 2025
img
আবারও এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা, অবতরণের পর আগুন Jul 22, 2025
img
বান্দ্রার রাস্তায় সাইকেল চালানো সেসব ফুরফুরে দিনে ফেরত যেতে চান সালমান Jul 22, 2025
img
লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না : শফিকুর রহমান Jul 22, 2025
img
জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার Jul 22, 2025
img
আ. লীগের কিছু দুষ্ট চক্র চলমান পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে : তাহের Jul 22, 2025
img
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়লো টাইগাররা Jul 22, 2025
img
গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের স্তম্ভকে দুর্বল করবেন না: বিমানবাহিনী প্রধান Jul 22, 2025
img
রুপালি পর্দার বাইরে নতুন যাত্রায় তামান্না Jul 22, 2025