হাঁটুর চোট সারাতে মূত্রপানের টোটকা

হাঁটুর চোট সারাতে ওষুধ নয়, মূত্রপানই নাকি অব্যর্থ দাওয়াই। মাস দুয়েক আগে এমন নিদান দিয়েই বিতর্কের শিরোনামে ঠাঁই পান পরেশ রাওয়াল। প্রবীণ অভিনেতা জানিয়েছিলেন, “অজয় দেবগণের বাবা বীরু দেবগনের পরামর্শেই টানা ১৫ দিন বিয়ারের মতো মূত্রপান করেন তিনি।” তার পর থেকেই নাকি হাঁটুর ব্যথা-বেদনা উধাও! এপ্রিল মাসের শেষের দিকে পরেশের এহেন মন্তব্যে শোরগোল পড়ে যায়। বর্ষীয়ান অভিনেতাকে কদর্য আক্রমণ করা শুরু হয় নেটপাড়ায়। এবার সেই প্রেক্ষিতেই নিন্দুকদের কড়া জবাব দিলেন ‘বাবুরাও’।

‘মূত্রপান’ মন্তব্যের জেরে গত দু’ মাসে অভিনেতাকে নিয়ে ট্রোল-মিমের পাহাড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট বিতর্কের প্রসঙ্গ উঠতেই পরেশ রাওয়ালের রসিক মন্তব্য, “আসলে ওদের মূত্র পান করার প্রস্তাব দিইনি, তাই হয়তো এত গাত্রদহ। ওদের হয়তো মনে হচ্ছে যে, আরে এ তো একাই পান করে নিল, আমাদের কেন দিল না?” এরপরই নিন্দুকদের উদ্দেশে অভিনেতার সংযোজন, “আমার জীবনের চল্লিশ বছর আগেকার এই ঘটনা। সেটাই আমি সম্প্রতি বলেছি। তো তাতে কী এমন অশুদ্ধ হয়ে গেল? মানুষ তিল থেকে তাল করতে আসলে ভালোবাসে। সেটা ওদের উপভোগ করতে দিন। সেই সাক্ষাৎকার দেখার পর কি কেউ নিজস্ব মূত্রপান করে উপকৃত হয়েছেন? এবং তাঁরা কি আপনাকে এসে সেকথা জানিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে বাবুরাও জানালেন, অবশ্যই। অনেকে এসে আমাকে বলেছেন। তবে সেসব ব্যাপারে আমি আপাতত যেতে চাই না।”



সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, রাজকুমার সন্তোষীর ‘ঘটক’ ছবির শুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক চোট পান তিনি। তড়িঘড়ি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সঙ্গে ছিলেন টিনু আনন্দ এবং ড্যানি ডেনজংপা। চিকিৎসকরা জানিয়ে দেন, চোট সারতে কমপক্ষে দুই থেকে আড়াই মাস লাগবে। ইতিমধ্যে হাসপাতালে একদিন অজয় দেবগণের বাবা দেখতে আসেন। দিনের প্রথম প্রস্রাব পান করার পরামর্শ দেন। এই টোটকাতেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও জানান বীরু দেবগন। তবে যেদিন প্রথম প্রস্রাব পান করবেন তার আগের রাতে মদ্যপান, ধূমপান এমনকী খাসির মাংসও খাওয়া যাবে না।

পরামর্শ শুনে পরেশের নিজেরও গা নাকি ঘিনঘিন করছিল। পরে যদিও সেরে ওঠার জন্য পরামর্শ মানবেন বলে মনঃস্থির করেন। সেইমতো টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল। তারপর এক্স রে রিপোর্ট দেখে তাজ্জব চিকিৎসকরা! তাঁরা দেখেন, দ্রুত চোট সারছে। যে চোট সারতে দুই থেকে আড়াই মাস লাগার কথা, সেখানে মাত্র দেড় মাসেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন পরেশ রাওয়াল। আর এহেন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পরই কটাক্ষের মুখে পড়তে হয় প্রবীণ অভিনেতাকে। এবার তার জবাবই দিলেন পরেশ।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে : শ্রম উপদেষ্টা Jul 22, 2025
img
ঋতুর দর্শনীয় গোলে হেরে গেল মাসুরা-রুপ্নারা Jul 22, 2025
img
সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ : ফয়জুল করীম Jul 22, 2025
img
বাবা নবীকে ছাড় দিলেন না ছেলে, প্রথম বলেই ছক্কা হাঁকালেন ইসাখিল Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় ভর্তি ৪৪, আইসিইউতে ১২ Jul 22, 2025
img
ভিলেনের রূপে আসছেন তৃপ্তি দিমড়ী Jul 22, 2025
img
‘প্রতিটা খেলোয়াড়েরই মন খারাপ ছিল’, বিমান দুর্ঘটনা নিয়ে মিরাজ Jul 22, 2025
img
মাতৃত্বে পা দিয়েই পৃথিবীর ভয়ংকর রূপ দেখলেন রিচা Jul 22, 2025
img
পাকিস্তানে বর্ষাকালীন দুর্যোগ :২২ দিনে ২২৩ প্রাণহানি Jul 22, 2025
img
বেনাপোলে যাত্রীসেবায় মানোন্নয়ন, রাজস্ব আদায়ে জোর দিলেন এনবিআর চেয়ারম্যান Jul 22, 2025
img
আবারও এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা, অবতরণের পর আগুন Jul 22, 2025
img
বান্দ্রার রাস্তায় সাইকেল চালানো সেসব ফুরফুরে দিনে ফেরত যেতে চান সালমান Jul 22, 2025
img
লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না : শফিকুর রহমান Jul 22, 2025
img
জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার Jul 22, 2025
img
আ. লীগের কিছু দুষ্ট চক্র চলমান পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে : তাহের Jul 22, 2025
img
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়লো টাইগাররা Jul 22, 2025
img
গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের স্তম্ভকে দুর্বল করবেন না: বিমানবাহিনী প্রধান Jul 22, 2025
img
রুপালি পর্দার বাইরে নতুন যাত্রায় তামান্না Jul 22, 2025
img
চীনে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু Jul 22, 2025
img
সুনামগঞ্জে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ Jul 22, 2025