হাঁটুর চোট সারাতে ওষুধ নয়, মূত্রপানই নাকি অব্যর্থ দাওয়াই। মাস দুয়েক আগে এমন নিদান দিয়েই বিতর্কের শিরোনামে ঠাঁই পান পরেশ রাওয়াল। প্রবীণ অভিনেতা জানিয়েছিলেন, “অজয় দেবগণের বাবা বীরু দেবগনের পরামর্শেই টানা ১৫ দিন বিয়ারের মতো মূত্রপান করেন তিনি।” তার পর থেকেই নাকি হাঁটুর ব্যথা-বেদনা উধাও! এপ্রিল মাসের শেষের দিকে পরেশের এহেন মন্তব্যে শোরগোল পড়ে যায়। বর্ষীয়ান অভিনেতাকে কদর্য আক্রমণ করা শুরু হয় নেটপাড়ায়। এবার সেই প্রেক্ষিতেই নিন্দুকদের কড়া জবাব দিলেন ‘বাবুরাও’।
‘মূত্রপান’ মন্তব্যের জেরে গত দু’ মাসে অভিনেতাকে নিয়ে ট্রোল-মিমের পাহাড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট বিতর্কের প্রসঙ্গ উঠতেই পরেশ রাওয়ালের রসিক মন্তব্য, “আসলে ওদের মূত্র পান করার প্রস্তাব দিইনি, তাই হয়তো এত গাত্রদহ। ওদের হয়তো মনে হচ্ছে যে, আরে এ তো একাই পান করে নিল, আমাদের কেন দিল না?” এরপরই নিন্দুকদের উদ্দেশে অভিনেতার সংযোজন, “আমার জীবনের চল্লিশ বছর আগেকার এই ঘটনা। সেটাই আমি সম্প্রতি বলেছি। তো তাতে কী এমন অশুদ্ধ হয়ে গেল? মানুষ তিল থেকে তাল করতে আসলে ভালোবাসে। সেটা ওদের উপভোগ করতে দিন। সেই সাক্ষাৎকার দেখার পর কি কেউ নিজস্ব মূত্রপান করে উপকৃত হয়েছেন? এবং তাঁরা কি আপনাকে এসে সেকথা জানিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে বাবুরাও জানালেন, অবশ্যই। অনেকে এসে আমাকে বলেছেন। তবে সেসব ব্যাপারে আমি আপাতত যেতে চাই না।”

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, রাজকুমার সন্তোষীর ‘ঘটক’ ছবির শুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক চোট পান তিনি। তড়িঘড়ি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সঙ্গে ছিলেন টিনু আনন্দ এবং ড্যানি ডেনজংপা। চিকিৎসকরা জানিয়ে দেন, চোট সারতে কমপক্ষে দুই থেকে আড়াই মাস লাগবে। ইতিমধ্যে হাসপাতালে একদিন অজয় দেবগণের বাবা দেখতে আসেন। দিনের প্রথম প্রস্রাব পান করার পরামর্শ দেন। এই টোটকাতেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও জানান বীরু দেবগন। তবে যেদিন প্রথম প্রস্রাব পান করবেন তার আগের রাতে মদ্যপান, ধূমপান এমনকী খাসির মাংসও খাওয়া যাবে না।
পরামর্শ শুনে পরেশের নিজেরও গা নাকি ঘিনঘিন করছিল। পরে যদিও সেরে ওঠার জন্য পরামর্শ মানবেন বলে মনঃস্থির করেন। সেইমতো টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল। তারপর এক্স রে রিপোর্ট দেখে তাজ্জব চিকিৎসকরা! তাঁরা দেখেন, দ্রুত চোট সারছে। যে চোট সারতে দুই থেকে আড়াই মাস লাগার কথা, সেখানে মাত্র দেড় মাসেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন পরেশ রাওয়াল। আর এহেন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পরই কটাক্ষের মুখে পড়তে হয় প্রবীণ অভিনেতাকে। এবার তার জবাবই দিলেন পরেশ।
এমকে/এসএন