টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে এক নতুন রূপকথার লড়াই। এক পাশে বলিউডের ‘ভাইজান’ সালমান খান, অন্য পাশে বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই ভিন্ন জগতের দুই মহারথী, কিন্তু লক্ষ্য এক—দর্শকের মন জয় করা। আর এই দ্বৈরথের মঞ্চ হতে চলেছে হিন্দি এবং বাংলা ‘বিগ বস’।
২০১৩ সালে বাংলায় ‘বিগ বস’-এর যাত্রা শুরু হলেও, মাত্র দুটি সিজ়ন চলার পর সেটি থেমে যায়। দীর্ঘ এক দশক পর স্টার জলসায় নতুন করে ফিরছে সেই বিতর্ক-আবেশে মোড়া অনুষ্ঠান। আর সঞ্চালনার দায়িত্বে থাকছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। টেলিপাড়ায় গুঞ্জন, এবার ‘বাংলা বিগ বস’-এর ঘরে পা রাখতে পারেন জনপ্রিয় তারকা জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। পাশাপাশি উঠে এসেছে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের নামও। যদিও এই খবরে নিজেই কিছুটা অবাক সুদীপ্তা বলেন, “আমায় এখনও কিছু জানানো হয়নি।”
অন্যদিকে, হিন্দি ‘বিগ বস ১৯’-এ আগেই সঞ্চালনার মুকুট মাথায় তুলে নিয়েছেন সালমান খান। সালমানের দৈনিক পারিশ্রমিক পাঁচ কোটি টাকা। অর্থাৎ প্রতি সপ্তাহে ২৫ কোটি। এতদিন সৌরভকে ‘দাদাগিরি’তেই দেখতে অভ্যস্ত দর্শক এবার তাকে দেখতে পাবেন স্টার জলসার ‘বিগ বস’-এও। খবর অনুযায়ী, এই অনুষ্ঠানের পাশাপাশি নতুনভাবে উপস্থাপিত ‘দাদাগিরি’-ও সঞ্চালনা করবেন সৌরভ, ফলে তাঁর আয়ও ছুঁয়ে ফেলতে পারে কোটির ঘর।
এ যেন ছোট পর্দার দুই ‘রাজা’-র লড়াই। একজন সিনেমা ও গ্ল্যামারের দুনিয়ায় রাজত্ব করেন, অন্যজন মাঠের বাইরে ভরসার নাম হয়ে উঠেছেন। এবার দেখা যাক, দর্শকের ভালোবাসায় কে এগিয়ে থাকেন—সালমান না সৌরভ?
এসএন