পাকিস্তানে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় কমপক্ষে চার পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন।
সোমবার দেশটির গিলগিট-বালতিস্তান এলাকায় বন্যা দেখা দেয় যা পুরো অঞ্চলে বিপর্যয় ডেকে আনে।
জিবি সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানান, বন্যায় থাক এলাকায় আটটি পর্যটকবাহী গাড়ি ভেসে গেছে। তিনি নিশ্চিত করেছেন যে কমপক্ষে ১৫ জন পর্যটক নিখোঁজ রয়েছেন।
এ পর্যন্ত লোধরানের (পাঞ্জাব) এক নারীসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। আহত ও নিহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফারাক আরও জানান, এলাকায় যোগাযোগ ও বিদ্যুৎ অবকাঠামোর চরম বিপর্যয় দেখা দিয়েছে। আটকে পড়া শত শত পর্যটককে উদ্ধার করা হয়েছে, এবং অনেককে স্থানীয় বাসিন্দারা আশ্রয় দিয়েছেন।
এদিকে, এক পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ সংবাদমাধ্যম ডনকে বলেন, বন্যার তীব্রতা বেশি থাকায় পরিস্থিতি উদ্বেগজনক। তিনি বলেন, প্রায় সাত কিলোমিটার এলাকা বন্যার কবলে পড়েছে। কমপক্ষে তিনটি পর্যটক গাড়ি ভেসে যেতে দেখা গেছে।
তিনি অনুমান করেছেন, দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ২০ থেকে ৩০ জন পর্যটক নিখোঁজ থাকতে পারেন।
উদ্ধারকারী দলগুলো তাদের খুঁজে বের করার জন্য কাজ করছে, যদিও কাদার কারণে অভিযান ব্যাহত হচ্ছে।
এছাড়া বন্যায় কারাকোরাম হাইওয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে উভয় পাশে হাজার হাজার পর্যটক এবং যাত্রী আটকা পড়েছেন। এদিকে, গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সহায়তা করার জন্য সমস্ত সম্পদ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।
কেএন/টিকে