২০২৪-এর অন্যতম আলোচিত ছবি ‘লাপাতা লেডিজ’। এই ছবিতে বেশ কিছু নতুন মুখ উপহার পেয়েছিলেন দর্শক। শোনা যাচ্ছে, এই গল্পের আধারে বাংলায় তৈরি হচ্ছে নতুন ধারাবাহিক।
ফুলকুমারী, পুষ্পারানিকে মনে আছে? ২০২৪ সালে দুই তরুণী বধূর কাহিনি বলেছিলেন পরিচালক কিরণ রাও। শোনা যাচ্ছে ‘লাপাত্তা লেডিজ়’ ছবির আধারেই তৈরি হতে চলেছে একটি বাংলা ধারাবাহিক। যে কাহিনির প্রোমো শুট ইতোমধ্যেই হয়ে গেছে।
প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়কে যে আবার ধারাবাহিকে দেখা যাবে এ কথা আনন্দবাজার ডট কম আগেই জানিয়েছিল।
শোনা গিয়েছিল, এই কাহিনিতে সাইনার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী নন্দিনী দত্তকে। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, এক দিকে যেমন দেখা যাবে দুই নায়িকা, তেমনই রয়েছে দুই নায়কও। শোনা যাচ্ছে, সোমরাজ মাইতি এবং মৈনাক ঢোল, এই দুই অভিনেতাকে দেখবেন দর্শক। মৈনাককে এতদিন দেখছিলেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে।
অভিনেতা সোমরাজও যে ছোট পর্দায় আবার ফিরছেন তা শোনা গিয়েছিল। যদিও এই নতুন ধারাবাহিক নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও ঘোষণা হয়নি। অর্থাৎ সব ঠিক থাকলে দর্শক পাবে এক জোড়া নতুন জুটি। সোমরাজ-সাইনা, মৈনাক-ইন্দ্রাণী। ইদানীং বেশির ভাগ ধারাবাহিকই শেষ হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। ফলে প্রায় প্রতি মাসেই নিত্যনতুন কাহিনি দেখা যাচ্ছে ছোট পর্দায়। সেই সঙ্গে দর্শক পাচ্ছেন নতুন জুটিও। এ বার এই নতুন জুটিকে দর্শক কত নম্বর দেয় তা ক্রমশ প্রকাশ্য।
এমকে/এসএন