দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা এবার পর্দার গণ্ডি পেরিয়ে পা রাখলেন ব্যবসায়। অভিনয়ের পাশাপাশি এবার নিজস্ব সুগন্ধির ব্র্যান্ড চালু করলেন এই অভিনেত্রী। তার এই নতুন উদ্যোগের নাম ‘ডিয়ার ডায়ারি’- একটি পারফিউম লাইন, যা রাশমিকার ব্যক্তিগত অনুভূতি ও স্মৃতির উপর ভিত্তি করে তৈরি। দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে ‘ডিয়ার ডায়ারি’ হ্যাশট্যাগের অধীনে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেওয়া রাশমিকা এবার সেই অনুভবকে সুগন্ধিতে রূপ দিলেন।
সুগন্ধির বোতলটিকে তিনি নিজেই বলেছেন- ‘আমারই একটা অংশ’। এই ব্র্যান্ড লঞ্চের সময় রাশমিকা আবেগে ভেসে গিয়ে বলেন, ‘আমি দারুণ উচ্ছ্বসিত, কিন্তু একই সঙ্গে খুব নার্ভাস… আশা করি তোমাদের সবার আশীর্বাদ থাকবে এই যাত্রায়।’
এই নতুন উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে যায় সামাজিক মাধ্যম। তবে সবচেয়ে বেশি চর্চায় এসেছে অভিনেতা বিজয় দেবরাকোন্ডার প্রতিক্রিয়া। রাশমিকার প্রোমো ভিডিওটি নিজে শেয়ার করে শুভকামনা জানিয়েছেন বিজয়। আর এতেই ফের নতুন করে জল্পনা উসকে উঠেছে তাঁদের ঘিরে। দীর্ঘদিন ধরেই রাশমিকা-বিজয়ের প্রেমের গুঞ্জন রয়েছে টলিপাড়ায়। যদিও কখনও খোলাখুলি কিছু স্বীকার করেননি কেউই। তবুও এমন মুহূর্তে বিজয়ের প্রকাশ্য সমর্থন এক অন্যরকম বার্তা বহন করছে বলেই মনে করছেন অনুরাগীরা।
রাশমিকা তার অভিনয় দিয়ে যেমন পর্দায় জায়গা করে নিয়েছেন, এবার ঠিক তেমনই ব্যবসার ময়দানে আত্মপ্রকাশ করলেন একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে। ভক্তরা বলছেন, অভিনয়ের পাশাপাশি নিজস্ব ব্র্যান্ড দাঁড় করানোর এই পদক্ষেপে স্পষ্ট তার বহুমাত্রিকতা।
কেএন/টিকে