২৩ মে, মেঘালয়ের চেরাপুঞ্জিতে ঘুরতে গিয়েছিলেন রাজা রঘুবংশী এবং তাঁর স্ত্রী সোনম। এরপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান দু’জনে। সময় যত গড়িয়েছে, গল্প ততটাই ভয়ংকর মোড় নিয়েছে। নিখোঁজ হওয়ার ১০ দিন পর, ২ জুন একটি জলপ্রপাতের ধারে উদ্ধার হয় রাজার দেহ। তদন্তের জালে উঠে আসে স্ত্রীর নাম—সোনম। উত্তরপ্রদেশের গাজিপুর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। বর্তমানে তিনি শিলং জেলে বন্দি। পুলিশের মতে, রাজার খুনে মূল অভিযুক্ত এই সোনমই।
এই ঘটনা যত সামনে এসেছে, রোমাঞ্চ আর আতঙ্ক মিলিয়ে শিউরে উঠেছেন অনেকেই। বাস্তবের এই অন্ধকার অধ্যায় এবার পর্দায় উঠবে? এমনই গুঞ্জনে সরগরম বলিউড। আর সেই সম্ভাব্য পরিচালকের নাম উঠে এসেছে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের। দীর্ঘদিন পর ‘সিতারে জমিন পর’ ছবিতে সাফল্যের মুখ দেখা আমির এবার নাকি বাস্তব ঘটনা অবলম্বনে ছবি তৈরি করতে চলেছেন। সূত্র বলছে, রাজা-সোনম কাণ্ড নিয়েই গবেষণা করছেন তিনি।
তবে এই জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ আমির খান নিজেই। তাঁর স্পষ্ট মন্তব্য, “একেবারে মিথ্যে কথা। এমন কোনও ছবি তৈরি করছি না। বুঝি না, এমন সব গল্প কারা ছড়ান।”
তবে ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন, এমন জটিল চরিত্র আর বাস্তবভিত্তিক অপরাধগল্পে আমিরের আগ্রহ থাকাই স্বাভাবিক। আগে না হোক, ভবিষ্যতে হয়তো এই বিষয়টা পর্দায় তুলে ধরবেন তিনি।
আর ততদিন দর্শক অপেক্ষায় থাকবে—এই সত্যি গল্পটা যদি একদিন বড়পর্দায় উঠে আসে!
এসএন