শরিফুল-সাকিবের বোলিং তোপে ১৫ রানেই ৫ উইকেট নেই পাকিস্তানের

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এ দিন টসে হেরে আগে ব্যাটিং করে ১৩৩ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে তাদের, সেইসঙ্গে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

মঙ্গলবার (২২ জুলাই) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়েছে। দলের পক্ষে জাকের আলী ৪৮ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন।

সিরিজে ফেরার লড়াইয়ে ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। প্রথম ওভারেই রিশাদের দারুণ থ্রো-তে রানআউট হয়ে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব। পরের ওভারেই মোহাম্মদ হারিসকে ফেরান শরিফুল ইসলাম। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান এই উইকেটরক্ষক ব্যাটার।

চতুর্থ ওভারে বল করতে এসে এবার ফখর জামানকে ফেরান শরিফুল। আগের ম্যাচে একাই লড়াই করেছিলেন এই ওপেনার। ৩৪ বলে খেলেছিলেন ৪৪ রানের ইনিংস। সেই ফখর জামান আজ শরিফুলের উঠে আসা বল পুল করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৮ বলে ৮ রান।

জিতলেই সিরিজ নিশ্চিত এমন ম্যাচে উইনিং কম্বিনেশন ভেঙে বাংলাদেশ একাদশে নিয়েছে নাঈম শেখ ও শরিফুল ইসলামকে। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ তামিম ও তাসকিন আহমেদ।

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দ্বিতীয় ওভারেই ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন নাঈম শেখ। ৭ বলে ৩ রান করেন এই বাঁহাতি ওপেনার। দলে ফিরে আগের সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে চারে নেমেছিলেন নাঈম। তাকে চার নম্বরে খেলানোর সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি টাইগার সমর্থকরা। সেই ম্যাচে ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলে সমালোচিত হন নাঈম নিজেও, বাদ পড়েন পরের দুই ম্যাচে। এবার পছন্দের পজিশনে নেমেও ব্যর্থ তিনি।

নাঈমের পর ক্রিজে আসা অধিনায়ক লিটন দাসও ফিরেছেন ক্যাচ দিয়ে। সালমান মির্জার করা পঞ্চম ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন লিটন। সাজঘরে ফিরেছেন ৯ বলে ৮ রান করে। প্রথম ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন টাইগার দলপতি, করেছিলেন ১ রান।

সেই ওভারেই রানআউটে বিদায় নেন তাওহীদ হৃদয়। আগা সালমানের ডিরেক্ট থ্রোয়ে বিদায়ের আগে রানের খাতাও খুলতে পারেননি এই ব্যাটার। আগের ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে জয় এনে দেয়া ইমনও ব্যর্থ আজ। ষষ্ঠ ওভারে বিদায় নেয়ার আগে ১৪ বলে করেছেন ১৩ রান। আহমেদ দানিয়েলের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিকার হয়েছেন এই বাঁহাতি ওপেনার। পাওয়ারপ্লেতে ৪ উইকেট হারিয়ে মাত্র ২৮ রান তুলতে পারে বাংলাদেশ।

পথ হারানো দলকে টেনে তুলতে থাকেন জাকের ও শেখ মেহেদীর জুটি। যদিও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে সংগ্রাম করতে হচ্ছিল তাদের। বিশেষ করে, জাকের বেশিই ডট খেলছিলেন। প্রথম ১০ ওভারে আর উইকেট না হারালেও মাত্র ৫৩ রান তুলতে পারে টাইগাররা।

এই জুটি ৫৩ রান যোগ করে। ১৪তম ওভারের শেষ বলে আউট হন মেহেদী। তার আগে ২৫ বলে ২টি করে চার-ছক্কায় করেন ৩৩ রান। মেহেদীর বিদায়ের পর ক্রিজে আসা শামীম হোসেন ৪ বলে ১ রান করে বোল্ড হন দানিয়েলকে কাট করতে গিয়ে।

শেষদিকে একাই লড়েছেন জাকের। অন্যদিকে ছিল আসা-যাওয়ার মিছিল। তানজিম সাকিব ৪ বলে ৭, রিশাদ ৪ বলে ৮ রান করে ছোট ছোট অবদান রেখেছেন। শেষ ওভারের শেষ বলে আউট হওয়ার আগে জাকের ১ চার ও ৫ ছক্কায় ৫৫ রান করেন। এটি তার ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক।

পাকিস্তানের পক্ষে সালমান মির্জা, আহমেদ দানিয়েল ও আব্বাস আফ্রিদি ২টি করে উইকেট শিকার করেন। ১টি করে উইকেট শিকার করেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নেওয়াজ।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
আর্সেনালে যোগ দিচ্ছেন সুইডিশ স্ট্রাইকার গয়োকেরেস, ম্যানইউর স্বপ্নভঙ্গ! Jul 23, 2025
img
মাইলস্টোনের শিক্ষিকা পূর্ণিমা দাসের দেয়া তথ্য নিয়ে ‘সন্দেহ’ সাদিয়া আয়মানের Jul 23, 2025
img
৪৮তম বিসিএসে তিন বদলি পরীক্ষার্থী শনাক্ত, ব্যবস্থা পিএসসির Jul 23, 2025
img
কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ৪ দিন ট্রাফিক ডাইভারশন Jul 23, 2025
তুরস্ক সফর বাতিল করে আহতদের দেখতে হাসপাতালে যান বিমানবাহিনী প্রধান Jul 23, 2025
img
৪ বছরের চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামিতে রদ্রিগো ডি পল Jul 23, 2025
প্রধান উপদেষ্টার ফেসবুকের পোস্ট ঘিরে সমালোচনা Jul 23, 2025
img
আইন ভাঙলে ভিসা বাতিলের কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের Jul 23, 2025
img
পুলিশের সমালোচিত সাবেক ডিসি ইকবাল বরখাস্ত Jul 23, 2025
img
অবৈধ সম্পদের মামলায় বিএনপি নেতা এ্যানিকে খালাস দিল আদালত Jul 23, 2025
img
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ Jul 23, 2025
img
দ্বিতীয় দিনের মতো তালাবদ্ধ রয়েছে মাইলস্টোনের মূল ফটক Jul 23, 2025
img
তুরস্ক সফর বাতিল করে আহতদের দেখতে হাসপাতালে যান বিমানবাহিনী প্রধান Jul 23, 2025
img
মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের জন্য আঁখির পরামর্শ Jul 23, 2025
img
ইউক্রেনে পাইলট ইজেক্ট করার পর মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত Jul 23, 2025
img
শেইফার্টের দুর্দান্ত ব্যাটিংয়ে দ. আফ্রিকার বিপক্ষে সহজ জয় নিউজিল্যান্ডের Jul 23, 2025
img
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় Jul 23, 2025
img
দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে ইংল্যান্ড Jul 23, 2025
img
মুনির আলমকে ঘিরেই রহস্যে মোড়া ‘রক্তবীজ ২’-এর গল্প Jul 23, 2025
img
এবার ডেমোক্র্যাট প্রার্থী মামদানির সমালোচনা করেন নেতানিয়াহু Jul 23, 2025