স্পোর্টিং সিপির ভিক্টর গয়োকেরেসকে ঘিরে দীর্ঘদিনের ট্রান্সফার নাটকের অবসান শেষের পথে বলে ধারণা হয়েছিল গত রাতে।। ফ্যাব্রিজিও রোমানোর ‘Here We Go’ ঘোষণায় আভাস মিলেছিল, সুইডিশ স্ট্রাইকার আর্সেনালে যোগ দিতে যাচ্ছেন। তবে, পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ও জোগো’জানিয়েছে, এখনো চূড়ান্ত চুক্তি হয়নি।
দ্য অ্যাথলেটিকের ডেভিড অরনস্টেইন এবং রোমানো জানিয়েছেন যে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে। কিন্তু নিজস্ব সূত্রের বরাতে ‘ও জোগো’ জানিয়েছে, এখনো কোনো আনুষ্ঠানিক ট্রান্সফার ফি নির্ধারিত হয়নি, অর্থাৎ এখনো আলোচিত এই চুক্তির সবুজ সংকেত মেলেনি। কারণ দুই ক্লাবের মধ্যে এখনো ট্রান্সফার ফির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তাই ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্লাব ছাড়ার ব্যাপারে এখনো ‘সবুজ সংকেত’ মেলেনি।
তবে সব জল্পনার মাঝেও এক বিষয় পরিষ্কার। গয়োকেরেস নিজের পছন্দ জানিয়ে দিয়েছেন। তিনি একমাত্র আর্সেনালেই খেলতে চান এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এমনকি তিনি ইতোমধ্যে নিজের ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে ফেলেছেন এবং গানার্সদের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।
ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের সঙ্গে পুনর্মিলনের সুযোগও হাতছাড়া করেছেন গয়োকেরেস। ফলে, ইউনাইটেডের জন্য এ এক বড় ধাক্কা। বিশেষ করে যখন ক্লাবটি আক্রমণভাগে মানসম্পন্ন একজন গোলস্কোরার খুঁজছে।
এদিকে, ইউনাইটেড ভক্তরা এখন হতাশ। কারণ, হইলুন্দ ও জির্কজের মতো গড়পড়তা পারফরমারদের উপর নির্ভর করে মৌসুম শুরু করতে হতে পারে তাদের।
অন্যদিকে, নতুন সাইনিং ম্যাথিউস কুনহা এবং ব্রায়ান এমবেউমোর উপস্থিতিতেও একজন ক্লিনিকাল নাম্বার নাইনের অভাব স্পষ্ট।
আরো হতাশার খবর, পিএসজি ছেড়ে হুগো একিতিকে যাচ্ছেন লিভারপুলে। সবমিলিয়ে, স্ট্রাইকার সংকটে ভোগা ইউনাইটেডের সামনে নতুন মৌসুমে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
রুবেন আমোরিমের এখন প্রয়োজন একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার, যিনি দলকে আবার শিরোপা লড়াইয়ে ফিরিয়ে আনতে পারেন। তবে গয়োকেরেস যে সেই নাম হতে যাচ্ছেন না, সেটি এখন মোটামুটি নিশ্চিত।
এমআর/এসএন