প্রথম বিদেশ সফরে কুয়ালালামপুর গেলেন পররাষ্ট্রসচিব

মাসখানেক আগে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন আসাদ আলম সিয়াম। বিদেশে প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে তাকে মালয়েশিয়ায় পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিন দিনের সফরে বুধবার (২৩ জুলাই) রাতে কুয়ালালাপুরের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্রসচিব। তিনি কুয়ালালাপুরে মিয়ানমার বিষয়ক বিশেষ দূতদের বৈঠকে অংশ নেবেন।

ঢাকা-কুয়ালালাপুরের কূটনৈতিক সূত্রগুলো বলছে, মিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য ২৩ থেকে ২৬ জুলাই কুয়ালালাপুরে মিয়ানমার বিষয়ক বিশেষ দূতদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে মালয়েশিয়া। যেখানে আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মালয়েশিয়ার কূটনীতিক ওথমান হাশিম এবং মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ মিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবিক সংকট নিয়ে আলোচনা করবেন, তারা তাদের ভূমিকার কথা তুলে ধরবেন; স্টেকহোল্ডারদের মতামত জানতে চাইবেন এবং এ সমস্যা সমাধানে করণীয় নিয়ে কথা বলবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ দূতদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে পররাষ্ট্রসচিব রোহিঙ্গা সমস্যার কারণে বাংলাদেশে প্রভাব, সীমান্তবর্তী রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা সশস্ত্র সংগঠন আরাকান আর্মির দখল, নতুন করে রোহিঙ্গা অনুপ্রেবেশ, আশ্রিত রোহিঙ্গাদের তহবিল কমে আসা এবং রেশন কমানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আগে আগামী মাসে বাংলাদেশে স্টেকহোল্ডারদের নিয়ে হতে যাওয়ার সংলাপের কথা তুলে ধরতে পারেন।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিশেষ দূতদের বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে যেসব উন্নয়ন হয়েছে সেটি তুলে ধরবে।

রোহিঙ্গাদের জন্য অর্থায়নে কাটছাঁট নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সম্প্রতি আরাকান আর্মির কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ আছে। নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়টি আরও উদ্বেগের; এগুলো আমাদের মেজর কনসার্ন। রোহিঙ্গা ইস্যু যেন চাপা পড়ে না যায়, এটা আমরা তুলে ধরতে পারি। আগস্টে বাংলাদেশে স্টেকহোল্ডারদের নিয়ে যে সংলাপ হবে সেটি জানানোর সুযোগ হবে।

চলতি মাসে মালয়েশিয়া সফর করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আসিয়ানের আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন। উপদেষ্টার দেশে ফেরার ১১ দিনের মাথায় এবার পররাষ্ট্রসচিব গেলেন কুয়ালালামপুর। আর এটি সচিবের প্রথম বিদেশ সফর।

সচিবের দেশে ফেরার ১৬ দিনের মাথায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ১১ আগস্ট দেশটি সফরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফর করার কথা রয়েছে।

দায়িত্ব দেওয়ার আট মাসের মাথায় দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। গত ২২ মে তিনি ছুটিতে যান। তার উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম গত ২০ জুন নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন।  

উল্লেখ্য, বিদায়ী পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বিদেশে প্রথম অ্যাসাইনমেন্ট করেন ওয়াশিংটন।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সব ম্যাচে তাসকিন-মুস্তাফিজদের না খেলানোর যে ব্যাখ্যা দিলেন লিটন Jul 25, 2025
img
রাস্তার পাশের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের Jul 25, 2025
img
১৫ বছরে ‘আওয়ামী সন্ত্রাসে’ নিহতদের তালিকা তৈরির নির্দেশ Jul 25, 2025
img
পুলিশের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার Jul 25, 2025
img
একই দিনে দুই ম্যাচ খেলবেন হামজারা Jul 25, 2025
img
ক্যারিয়ারে নতুন সূচনা করলেন হানি সিং Jul 25, 2025
img
আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: জামায়াত আমির Jul 25, 2025
img
হেরে গেলেন মা মাহরিন, জিতে গেলেন শিক্ষিকা মাহরিন : আসিফ আকবর Jul 25, 2025
img
ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ মায়ের মরদেহ মিলল ডিএনএ টেস্টে Jul 25, 2025
img
ইন্টারপোলের মাধ্যমে মহসিনকে দেশে ফিরিয়ে আনল পিবিআই Jul 25, 2025
img
কিংবদন্তী রেসলার হাল্ক হোগান আর নেই Jul 25, 2025
img
প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ Jul 25, 2025
img
খায়রুল হক এজলাসে হাসলেন, বিচারক বললেন এ গ্রেপ্তারে অনেক কিছু শেখার আছে Jul 25, 2025
img
মহড়া দিয়েই নজর কাড়ল চীনের জে-৩৫, আমেরিকার জন্য দুঃসংবাদ! Jul 25, 2025
img
‘দেশের মুসলমানদের নিয়ে আর জঙ্গি নাটক খেলার সুযোগ দেয়া হবে না’ Jul 25, 2025
img
বাংলাদেশের হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করল দুবাই পুলিশ Jul 25, 2025
img
যত চেষ্টা করুন নির্বাচন বানচাল করতে পারবেন না : মুশফিকুর রহমান Jul 25, 2025
img
রিজার্ভ বেড়ে আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়াল Jul 25, 2025
img
‘এবারের নির্বাচনে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানোর চেষ্টা করছি’ Jul 25, 2025
img
জেলেনস্কির সঙ্গে যে শর্তে আলোচনায় বসবেন পুতিন Jul 25, 2025