বলিউডের অন্যতম প্রতীক্ষিত ঐতিহাসিক ছবি ছত্রপতি শিবাজি মহারাজ-এর নির্মাণ কার্যত বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক অমিত রাই। সম্প্রতি ওএমজি ২ ছবির সাফল্যের পর আলোচনায় থাকা এই নির্মাতা জানান, পাঁচ বছর ধরে প্রাণ দিয়ে ধরে রাখা এই স্বপ্নভঙ্গ তাঁকে মর্মাহত করেছে।
অমিত রাই ক্ষোভ ঝাড়েন বলিউডের বর্তমান কাস্টিং ও প্রযোজনা ব্যবস্থার বিরুদ্ধে। তাঁর ভাষায়, “এই ইন্ডাস্ট্রির পদ্ধতি ভয়ানক নির্মম। সত্যনিষ্ঠ গল্প নিয়ে কাজ করতে চায় না এখনকার তারকারা।” তিনি আরও বলেন, “একজন অভিনেতা এখন শুধুই সেসব ছবিতে কাজ করেন, যা বক্স অফিসে চলছে। সাহস বা সততার জায়গায় এখন শুধুই হিসাব-নিকাশ।”
ছত্রপতি শিবাজি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহিদ কাপুরের। কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে তিনি সরে দাঁড়ান বলে জানা যায়। এরপরই অনিশ্চয়তায় পড়ে যায় পুরো প্রজেক্টটি।
পরিচালক জানান, এই ব্যর্থতা তাঁকে দমিয়ে রাখতে পারছে না। এবার স্বাধীনভাবে ছবি বানানোর পরিকল্পনা করছেন তিনি। তাঁর পরবর্তী ছবিতে কাজ করছেন হাঙ্গেরির চিত্রগ্রাহক মাতে হারবা এবং আন্তর্জাতিক মোশন ক্যাপচার বিশেষজ্ঞ আইজ্যাক হ্যামন। ইতোমধ্যে ওএমজি ২–এর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী চুক্তিবদ্ধ হয়েছেন নতুন এই প্রজেক্টে। আগ্রহ প্রকাশ করেছেন অক্ষয় কুমারও।
অমিত রাই বলেন, “ছবি বানাতে সাহস লাগে, আমি সেটাই করব। তারকার খামখেয়ালিপনার জন্য আর অপেক্ষা করব না।”
সংক্ষিপ্ত হলেও এই ঘটনা বলিউডে বড় বার্তা দিল: সত্য বলার সাহস থাকলে পরিচালক পিছিয়ে পড়েন না।
ইউটি/টিএ