বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার শামসুন্নাহার (জুনিয়র)। দুই সাফ জয়ী দলেরই সদস্য তিনি। বাংলাদেশের অনেক নারী ফুটবলার বিদেশি লিগে খেললেও শামসুন্নাহার কখনো খেলেননি। আজই প্রথম ভূটানে রয়েল থিম্পু কলেজের হয়ে খেলেছেন। বিদেশে অভিষেক ম্যাচেই সেরা হয়েছেন।
রয়েল থিম্পু কলেজ ৪-০ গোলে উগেন একাডেমিকে হারায়। শামসুন্নাহার শুরুতে গোল করে দলকে এগিয়ে নেন। তহুরা করেন চতুর্থ গোল। অন্য দুটি গোল করেন ভূটানিজরা। এক গোল করেও ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শামসুন্নাহার।
বিদেশের মাটিতে প্রথম লিগ খেলেই সেরা হওয়ায় বাড়তি অনুভূতি শামসুন্নাহারের। তার ভাষায়, ‘প্রথম ম্যাচ খেলেছি। ম্যাচ সেরা হয়েছি ভালো লাগছে।’
শামসুন্নাহারের মতো তহুরা খাতুনেরও বিদেশির মাটিতে আজ ছিল প্রথম ম্যাচ। তিনি সেরা খেলোয়াড় না হলেও গোল দিয়ে অভিষেক করেছেন। ভূটানে বাংলাদেশের ১২ জন ফুটবলার খেলছেন। তহুরা-শামসুন্নাহারের ক্লাব রয়েল থিম্পু এএফসি মহিলা চ্যাম্পিয়ন্সি লিগে খেলবে। ফলে তাদের এএফসি'র টুর্নামেন্টে খেলার কথা রয়েছে।
পিএ/এসএন