দ্রাবিড়-পন্টিং-ক্যালিসকে ছাড়িয়ে রুট, সামনে কেবল কিংবদন্তি শচীন

টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহকদের শীর্ষ তালিকায় আগে থেকেই ছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে চলমান ম্যানচেস্টার টেস্টে রেকর্ডময় সেঞ্চুরিতে তিনি এক লাফে তিন ধাপ এগিয়েছেন। এদিনই (শুক্রবার) রুট পেছনে ফেলেছেন রিকি পন্টিং, জ্যাকস ক্যালিস ও রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের। এখন রুটের সামনে আছেন কেবল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহকে পরিণত হন রুট। টপকে যান সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুককে। সবমিলিয়ে টেস্টে সর্বোচ্চ রান শচীনের, ১৫ হাজার ৯২১। দুইয়ে উঠে আসা রুট এখনও ইংলিশদের হয়ে ১৩৬ রানে ক্রিজে অপরাজিত। সবমিলিয়ে সাদা পোশাকে তার রানটা পৌঁছে গেল ১৩ হাজার ৩৮৫–তে। ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে আজ ব্যাট করতে নামার পর আর ১১ রান করতেই দ্রাবিড়কে টপকান রুট। এভাবে তিনি ক্রমান্বয়ে ক্যালিস ও পন্টিংকে ছাড়িয়ে গেলেন।

এখন পর্যন্ত প্রথম ইনিংসে ইংলিশদের সংগ্রহ ৪ উইকেটে ৪৬৭ রান। ইতোমধ্যে ভারতের রান পেরিয়ে স্বাগতিকরা ১১০ রানের লিড নিয়েছে। এর আগে সফরকারী শুভমান গিলের দল প্রথমি ইনিংসে ৩৫৮ রানে গুটিয়ে যায়। তাদের হয়ে ফিফটি করেছেন সাই সুদর্শন, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পান্ত। বেন স্টোকস টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট শিকার করেন। এরপর ইংলিশদের প্রথম ইনিংসের শুরুটাও হয়েছে। দুই ওপেনার বেন ডাকেট (৯৪) ও জ্যাক ক্রাউলি (৮৪) মিলে গড়েন ১৬৬ রানের জুটি। দুজনেই সেঞ্চুরির পথে থাকলেও আক্ষেপ নিয়ে ফেরেন।

তৃতীয় উইকেটে রুট ও ওলি পোপ মিলে গড়েন ১৪৪ রানের জুটি। পোপ ৭১ রানে ফিরলেও, রুটের ব্যাটের ধার কমেনি। তার সঙ্গে তালি মিলিয়ে ব্যক্তিগত ফিফটি করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও। এই প্রতিবেদন প্রকাশের আগপর্যন্ত রুট ২৩৩ বলে ১৪টি চারে ১৪০ রানে ব্যাট করছেন রুট। আজ তিনি পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি। সামনে আছেন শচীন (৫১), ক্যালিস (৪৫) ও পন্টিং (৪১)।

এই মুহূর্তে রুট কতটা ফর্মে আছেন সেটি একটি পরিসংখ্যানে স্পষ্ট হয়ে যায়। ২০২১ সালের পর থেকে এখন পর্যন্ত তিনি ২১টি টেস্ট সেঞ্চুরি করেছেন। একই সময়ে স্টিভ স্মিথ ও কেইন উইলিয়ামসন সমান ১০ এবং হ্যারি ব্রুক করেছেন ৯টি সেঞ্চুরি। রুট কেবল ঘরের মাঠেই ২৩টি সেঞ্চুরি করেছেন টেস্টে। যা ঘরের মাঠে যৌথভাবে সর্বোচ্চ। নিজেদের মাটিতে সমান সংখ্যক টেস্ট সেঞ্চুরি রয়েছে পন্টিং, ক্যালিস ও মাহেলা জয়াবর্ধনের।

এ ছাড়া ফরম্যাটটিতে কেবল ভারতের বিপক্ষে ১২তম সেঞ্চুরি করলেন রুট। যা দলটির বিপক্ষে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ। নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির দিক থেকে তিনি তিন নম্বরে অবস্থান করছেন। ডন ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৯, সুনীল গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ এবং জ্যাক হসব অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ এবং স্টিভেন স্মিথ ইংল্যান্ডের বিপক্ষে ১২টি সেঞ্চুরি করেছেন।

এফপি/ এসএন

Share this news on:

সর্বশেষ

img
চীন থেকে জরুরি চিকিৎসা সহায়তা পেল বাংলাদেশ Jul 26, 2025
img
৫ আগস্ট সরকারের মতবিনিময় কর্মসূচি বয়কট করা উচিত : সারজিস আলম Jul 26, 2025
img
টেস্ট ক্রিকেট থেকে অবসরে যেতে পারেন বুমরাহ! Jul 26, 2025
img
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, অংশ নিয়েছেন শতবর্ষী মাহাথির Jul 26, 2025
img
মাইলস্টোনের ঘটনায় দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা Jul 26, 2025
img
তুরস্কের সাবেক এমপির সঙ্গে জামায়াত আমিরের বৈঠক Jul 26, 2025
img
দেশের প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ জুলাই বিপ্লব : জ্বালানি সচিব Jul 26, 2025
img
আগামী নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়বে : ডা. শাহাদাত Jul 26, 2025
img
কোচ হওয়ার আবেদনই করেননি জাভি, ‘ভুয়া’ ইমেইল পেয়েছে ভারত Jul 26, 2025
প্রতীক্ষার অবসান, ৫ দিনের মধ্যেই আসছে নির্বাচনের ঘোষণা: জামাল হায়দার Jul 26, 2025
থাইল্যান্ডে রাশিয়ার বিএম-২১ রকেট চালিয়ে আঘাত হেনেছে কম্বোডিয়া Jul 26, 2025
img
হকি বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের Jul 26, 2025
img
‘ব্লু স্টোরি’ অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ Jul 26, 2025
img
জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য : সংস্কৃতি উপদেষ্টা Jul 26, 2025
img
রামগড়ের আওয়ামী লীগের সাবেক মেয়র শাহজাহান রিপন গ্রেপ্তার Jul 26, 2025
img
বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে পড়বে : নাহিদ Jul 26, 2025
img
ডিজিটাল বিনিয়োগের ভবিষ্যৎ তুলে ধরলেন ফয়েজ আহমদ Jul 26, 2025
img
সারা দেশে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা Jul 26, 2025
img
এনসিপি সরকার গঠন করলে ৬৪ জেলায় চাকরির ব্যবস্থা করব : নাসীরুদ্দীন পাটোয়ারী Jul 26, 2025
রাজনীতিবিদদের ঢাকার খালে গোসল বাধ্যতামূলক: জামায়াত মিডিয়া প্রধানের প্রস্তাব Jul 26, 2025