ভারতের তারকা পেসার জাশপ্রীত বুমরাহর টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ। ওল্ড ট্র্যাফোর্ডে চলমান টেস্টে বুমরাহর পারফরম্যান্সে শারীরিক দুর্বলতার ছাপ স্পষ্ট হওয়ায় কাইফ এমন মন্তব্য করেছেন।
দুই দিনের খেলা শেষে বুমরাহ পেয়েছেন মাত্র একটি উইকেট। গতি নিয়েও বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। মাত্র একবার ১৪০ কিলোমিটারের গতি ছুঁয়েছেন তিনি। তা ছাড়া মাঠের সিঁড়ি নামার সময় সামান্য চোটের খবর এসেছে।
কাইফ তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘জাশপ্রীত বুমরাহ এখন শরীরের কাছে হেরে যাচ্ছেন, বল ফেলছেন ধীরে। আগের মতো গতি আর নেই। যদি নিজে অনুভব করেন যে দেশের জন্য শতভাগ পারফরম্যান্স দিতে পারছেন না, তাহলে হয়তো নিজেই অবসর নেবেন।’
তিনি আরো বলেন, ‘আগের মতো ১৩০-১৩৫ কিলোমিটার গতিতে বল করার সামর্থ্য এখন বুমরাহর নেই। ফিট অবস্থায় বুমরাহ এমন উইকেট নিজেই আউট করতেন, যেখানে কিপার শুধু ক্যাচ তুলে নিতেন। এখনো খেলার ইচ্ছা আছে, কিন্তু শরীর সঙ্গ দিচ্ছে না।
কাইফ মন্তব্য করেন, ‘আগে থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, আর রবীচন্দ্রন অশ্বিন নেই। এখন হয়তো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বুমরাহ ছাড়া টেস্ট দেখতে অভ্যস্ত হতে হবে।’
তিনি শেষ করেন, ‘আমি আশা করি আমার কথা ভুল প্রমাণিত হবে। কিন্তু আজকের বুমরাহকে দেখে মনে হচ্ছে তিনি খেলা উপভোগ করছেন না, শরীর সঙ্গ দিচ্ছে না।’