শাস্বকষ্ট ও লো-প্রেসারের কারণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর।
গত ২২ জুলাই ভোরে ঢাকার গুলশানের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
তবে শুক্রবার (২৫ জুলাই) দেশের এই প্রবীণ বুদ্ধিজীবীর অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।
গণমাধ্যমকে তিনি জানান, বদরুদ্দীন উমর শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন অনেকটাই ভালো আছেন। আগামী কয়েক দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
এফপি/ এসএন