বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কিছু চক্র আছে যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় নির্বাচন হোক। তারা চলমান ঘটনাগুলোকে ইস্যু করে নানারকম সমস্যা সৃষ্টির পাঁয়তারা করছে।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর তুরাগে নয়ানগর এলাকায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশু শহীদ সারিয়া আক্তারের পরিবারের সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচন নিয়ে কেউ কেউ শঙ্কা তৈরি করার চেষ্টা করছে। তবে আমরা মনে করি, এর চেয়ে খারাপ অবস্থার মধ্যেও বাংলাদেশে নির্বাচন হয়েছে। সুতরাং নির্বাচনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, আমরা বিএনপি মনে করি- এ ধরনের সব সমস্যা উত্তরণ করে আমরা একটি নির্বাচনের দিকেই যাচ্ছি। আমরা আশা করি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
সচিবালয় ঘেরাও ও মাইলস্টোনের ঘটনায় অরাজক পরিস্থিতি নিয়ে টুকু বলেন, কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে- এতে বোঝা যায় এসব কারা করছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইলেকশন যত দেরি হবে, ঘোলাপানিতে মাছ শিকার এদের জন্য তত সহজ হবে। বক্তব্যে তিনি মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যে ফুলগুলো চলে গেছে তারা আর ফিরে আসবে না। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখেন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সবার খেয়াল রাখা উচিত।
ইউটি/টিএ