বৈরী আবহাওয়ার কারণে তীব্র বাতাসে পদ্মা নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই পদ্মা নদীতে তীব্র বাতাস ও নদী উত্তাল ছিল। এ সময় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কতৃপক্ষ।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন বলেন, পদ্মা নদী উত্তাল ও তীব্র বাতাস থাকায় শুক্রবার বিকেল ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এদিকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়ায় নদীতে তীব্র বাতাসের সৃষ্টি হয়েছে, সেইসঙ্গে নদী উত্তালও আছে।
তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
এমআর