ফরিদপুর শহরের পশ্চিম টেপাখোলা মহল্লার বাসিন্দা কবি ও লেখক এস এম শামসুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার (২৫ জুলাই) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
শামসুল হকের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শামসুল হকের মৃত্যুতে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, দৈনিক সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক তৌহিদুল ইসলাম স্ট্যালিন ও ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শামসুল হক ঢাকা থেকে প্রকাশিত নব অভিযান পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও অনুপ্রাস সাহিত্য প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
এমআর