স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত থেকে গত এক মাসে ১৫০০ বাংলাদেশিকে পুশ-ইন করা হয়েছে এ তথ্য সঠিক। তবে সাম্প্রতিক সময়ে পুশ-ইনের সংখ্যা কিছুটা কমেছে।
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ কার্যালয় পরিদর্শনের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত সরকার নিয়ম মেনে নাগরিক পাঠানোর পরিবর্তে অনেক সময় নদীর পাড়ে ও জঙ্গলে ফেলে যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং তাতে কিছুটা ফলও মিলছে।
তিনি বলেন, চাঁদাবাজদের কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না। নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
পিএ/টিকে