আগস্টে নেইমার ও সান্তোসের সামনে কঠিন লড়াই

চোট আর নেইমার দুটি শব্দ যেন এখন সমার্থক। ক্যারিয়ারের বড় একটা সময়ই চোটের কারণে মাঠের বাইরে কেটেছে এই ব্রাজিলিয়ান তারকার। মাঠে ফিরলেই তাই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করছেন, তবু বারবার ইনজুরি যেন তার পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নতুন করে শুরু করতে চেয়েছিলেন নেইমার। স্বপ্ন ছিল এখান থেকেই ক্যারিয়ারের শেষ অধ্যায় রাঙানোর। তবে সেই স্বপ্নের পথেও থমকে দাঁড়িয়েছে চোট। চলতি মৌসুমে ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসের হয়ে খেলেছেন মাত্র ৭ ম্যাচ। চোট ও ফিটনেস জটিলতায় অধিকাংশ ম্যাচেই দল তাকে পায়নি। আর নেইমারবিহীন সান্তোসও ছন্দে নেই, ১৭ ম্যাচে মাত্র ৪ জয় নিয়ে দলটি অবস্থান করছে অবনমন অঞ্চলে।

তবে এখনো শেষ হয়নি তাদের লড়াই। চলতি মৌসুমে ২১টি ম্যাচ বাকি রয়েছে সান্তোসের, যার মধ্যে ২০২৫ সালের আগস্ট মাসেই রয়েছে ৫টি গুরুত্বপূর্ণ ম্যাচ। এই পাঁচ ম্যাচের একটি শীর্ষে থাকা ক্রুজেইরার বিপক্ষে, তাই প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার লড়াইয়ের মতো।



গত ২৪ জুলাই ইন্তারনাসিওনালের কাছে ২-১ গোলে হেরে অবনমন অঞ্চলে নেমে গেছে সান্তোস। ঘরের মাঠে ম্যাচটির প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে দলটি। যদিও যোগ করা সময়ে আলভারো বারিয়ালের একমাত্র গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় তারা। ম্যাচের শেষদিকে বাঁ পায়ে দুর্দান্ত শট নেন নেইমার, বল পোস্টে লেগে ফিরে এলে গোলরক্ষক সার্জিও রোচেত বল গ্লাভসে আটকান।

নেইমারের দাবি, বল গোললাইন পেরিয়ে গিয়েছিল এবং সে অনুযায়ী বাঁধনহারা উদযাপনেও মেতে ওঠেন তিনি। কর্নার ফ্ল্যাগে লাথি, জার্সি খুলে উদযাপন সবই চলছিল, কিন্তু রেফারি লুকাস পাওলো তোরেজিনের মতে বল গোললাইন অতিক্রম করেনি। তাই খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। হতাশ নেইমার রেফারির সিদ্ধান্তে প্রবল আপত্তি জানান।

খেলার শেষ বাঁশি বাজার পর হতাশা চরমে ওঠে নেইমারের। মাঠ ছাড়ার সময় গ্যালারির কাছে গিয়ে এক সমর্থকের সঙ্গে তর্কে জড়ান তিনি। ব্রাজিলের ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘প্লানেতা দো ফুটবল’ জানায়, এক দর্শককে উদ্দেশ্য করে নেইমার বলেন, ‘পারলে এখানে আয়, না হলে গোল্লায় যা!’ পরে অবশ্য সতীর্থ গোলকিপার জোয়াও পাওলো তাকে সরিয়ে নিয়ে যান এবং পরিস্থিতি শান্ত হয়।

মাঠে পারফরম্যান্সেও নেইমার এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। চলতি মৌসুমে সান্তোসের হয়ে ৭ ম্যাচে করেছেন মাত্র ১টি গোল। যদিও সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে (পাওলিস্তা চ্যাম্পিয়নশিপসহ) ১৫ ম্যাচে তার গোল ৪টি, সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট।

নেইমারের ফর্ম, সান্তোসের অবনমন শঙ্কা, আর বিতর্কিত মুহূর্ত সবমিলিয়ে ২০২৫ সালের আগস্টে নেইমারদের জন্য অপেক্ষা করছে এক কঠিন পথচলা। এখন দেখার বিষয়, চোট ও চাপ সামলে শেষ পর্যন্ত কতটা ঘুরে দাঁড়াতে পারেন ব্রাজিলের সাবেক এই অধিনায়ক।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ Jul 29, 2025
img
লাইভ কনসার্টে অপ্রত্যাশিত পরিস্থিতি, তবুও থামলো না জেনিফার লোপেজের নাচ! Jul 29, 2025
img
বিকল্প ভাবনায় রিয়াল, ভিনিসিউস নিয়ে শঙ্কা Jul 29, 2025
img
নিউ ইয়র্কের ম্যানহাটনে হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫ Jul 29, 2025
img
চীনে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় নিহত অন্তত ৩০ জন Jul 29, 2025
img
প্রসেনজিৎ এর মতো তারকাখ্যাতি ছাড়িয়ে নেতৃত্বে কি এগিয়ে আসবেন শাকিব! Jul 29, 2025
img
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নৈরাজ্যের শঙ্কা, মাঠে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী Jul 29, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ৮০ ফিলিস্তিনি Jul 29, 2025
img
এবার আমেরিকায় পাড়ি দিচ্ছে জয়ার ‘ডিয়ার মা’ Jul 29, 2025
img
মাঠের ক্রিকেটে কবে ফিরছেন, জানালেন তামিম Jul 29, 2025
img
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 29, 2025
img
ঢাকার আকাশ মেঘলা, আজও বজ্রসহ বৃষ্টির আভাস Jul 29, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কিনশাসা, ঢাকার অবস্থান ২৮তম Jul 29, 2025
img
ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয়, এটি তাদের অধিকার: আন্তোনিও গুতেরেস Jul 29, 2025
img
আগামী ১১ দিন সারাদেশে পুলিশের বিশেষ সতর্কতা জারি, চলবে কড়া নজরদারি Jul 29, 2025
img
উমামা-নীলার অভিযোগের পর ভূপাতিত এনসিপি : মাসুদ কামাল Jul 29, 2025
img
পঞ্চগড়ে বেকারি-আইসক্রিম কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা Jul 29, 2025
img
হাটহাজারীতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার Jul 29, 2025
img
গোপালগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার Jul 29, 2025
img
একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই সামাল দেওয়া যাচ্ছে না : আমীর খসরু Jul 29, 2025