হাতুড়ি দিয়ে আদালত চত্বরে সাক্ষির নাক ফাটিয়ে দিলেন আসামিরা

ঝালকাঠিতে হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে জেলা জজ আদালত চত্বরে সাবেক এক ইউপি সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে আসামিদের বিরুদ্ধে। রোববার (২৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত এলাকায় এ ঘটনা ঘটে।
‎আহত সাবেক ইউপি সদস্যের নাম আবদুল মন্নান মৃধা ওরফে চুন্নু (৫২)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের বাসিন্দা ও মৃত হাতেম মৃধার ছেলে।
‎জানা যায়, ঘটনার সময় মন্নান মৃধা আদালতে ২০২৩ সালের আলোচিত রুবেল গাজী হত্যা মামলায় সাক্ষ্য দেন এবং কয়েকজন আসামিকে চিহ্নিত করেন। পরে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় আদালত থেকে বের হওয়ার সময় অভিযুক্ত আসামিরা তাকে ঘিরে ধরে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে হাতুড়ি দিয়ে আঘাত করেন। এসময় তার মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়।
‎প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় চুন্নুর চিৎকারে আদালতপাড়ার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় আদালতের এজলাসে নিয়ে যায় উপস্থিত লোকজন। এসময় জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন এবং ঝালকাঠি সদর থানা পুলিশের ওসিকে দ্রুত মামলা নিতে নির্দেশ দেন।
‎বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। আদালতের মধ্যে এ হামলা বিচার প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলে দেয়।
‎হামলার শিকার আবদুল মন্নান মৃধা বলেন, আদালতে সাক্ষ্য দিয়ে বের হতেই আসামিরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। মাথায় ও শরীরে হাতুড়ি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে। আমি ন্যায়বিচার চাই।
‎রুবেল গাজীর বাবা ও মামলার বাদী জসিম গাজী বলেন, আমার ছেলেকে হত্যার পর এখন মামলার সাক্ষিকেও হত্যার চেষ্টা করছে তারা, যাতে করে মামলা ধামাচাপা পড়ে যায়। এটা আমাদের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি।
‎আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর নলছিটির কয়া গ্রামের একটি ইটভাটার সামনে রুবেল গাজী (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়। পরে তিনি ৪ অক্টোবর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার বাবা ১৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
‎মামলার তদন্ত শেষে চলতি বছরের ৩ মে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তারা হলেন— অহিদুল ইসলাম মৃধা (২৭), রফিক মৃধা (৩২), সোহেল মাঝি (৩৬), সাইদুল ফকির (২৩), সালাম ফকির (২৩), এনায়েতুর রহমান (৪৬), কালাম খান (৩২), নাসির খান (৪৮), এরশাদ হাওলাদার (৩০), রবিউল হাওলাদার (২০), বাবুল মৃধা (৪৭) ও সোহরাব মৃধা (৪৫)।
‎ঝালকাঠি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আদালতের নির্দেশ হাতে পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

ইউটি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ডন থ্রিতে কি থাকছেন কৃতি শ্যানন? Jul 27, 2025
img
গতকালও ফেসবুকে খুনসুটি, আর আজই চিরবিদায় নিল রাতুল Jul 27, 2025
img
খায়রুল হকের শুনানিতে বিচারিক কাজে অসহযোগিতায় ডিসিকে ব্যাখ্যা দিতে নির্দেশ Jul 27, 2025
img
গোপালগঞ্জে সংঘর্ষ: গ্রেফতার হওয়া শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট Jul 27, 2025
img
রাফার কণ্ঠে শোক: হাজার মানুষের কাজ একাই করতেন রাতুল Jul 27, 2025
img
রাষ্ট্রের মূলনীতির ব্যাপারে ঐকমত্য হয়নি : আলী রীয়াজ Jul 27, 2025
img
বিদেশি চিকিৎসক দলকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা Jul 27, 2025
img
অন্তর্বর্তী সরকারের শাসনে পথহারা বাংলাদেশ : জিল্লুর রহমান Jul 27, 2025
img
রোনালদোর পথ অনুসরণ করে আল নাসরে ফেলিক্স Jul 27, 2025
img
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে : আখতার হোসেন Jul 27, 2025
img
মুন্সীগঞ্জের কারাগারে বন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার Jul 27, 2025
যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ Jul 27, 2025
পুলিশ কমিশন কি গঠন করা হচ্ছে? যা বললেন ফুয়াদ Jul 27, 2025
img
দেশটা কারো বাপের সম্পত্তি না: শবনম ফারিয়া Jul 27, 2025
img
তৃতীয় দফা শুল্ক আলোচনায় যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল Jul 27, 2025
img
অব্যবস্থাপনায় ঢাকার তাপমাত্রা বেড়েছে ৩-৫ ডিগ্রি Jul 27, 2025
img
‘অ্যানিম্যাল’ পরিচালকের 'স্পিরিট'-এ জুটি বাধছেন প্রভাস-তৃপ্তি Jul 27, 2025
img
নিজের নামের আগে ‘মেগাস্টার’ তকমা পছন্দ করেন না দেব Jul 27, 2025
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন Jul 27, 2025
img
দক্ষিণের ব্যর্থতার পর বলিউডে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শ্রীলীলার Jul 27, 2025