নানা অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা করেছে। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের কমিটি বাতিলের সিদ্ধান্তের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তুষার তার ফেসবুক পেজে এ বিস্ফোরক স্ট্যাটাস দেন।
তুষার তার স্ট্যাটাসে লিখেছেন, ধরা পড়ে গিয়ে কমিটি বাতিল করে লাভ কি? এতোদিন যতো চান্দাবাজি হয়েছে, সেই টাকাটুকু ফেরত দাও। তিনি আরও দাবি করেন, ভুক্তভোগীদের প্রমাণসহ টাকা ফেরতের দরখাস্ত জমা নেওয়ার জন্য চান্দাফেরত সংস্কার কমিশন করা হোক এবং সেখানে চাই না, ‘বুইড়াদের প্রতিনিধি’ হিসেবে ধলা ফারুক বা কালা ফরিদ টাইপের চান্দাবাজদের নিয়োগ দেওয়া।
তুষারের মন্তব্য আরও তীব্র হয়ে ওঠে, ‘ফোঁড়া ধরা পড়লে পুরো শরীর বাতিল করতে হয়, এমনকি পুরো শরীরই পঁচে গেছে। এটাই কি নতুন বাংলাদেশ? জেমস ভন্ড 000!’
এমকে/টিএ