লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কাইথি’ ছবির দ্বিতীয় কিস্তি নিয়ে ইতিমধ্যেই ভক্তমহলে জল্পনার শেষ নেই। এবার পরিচালক নিজেই জানালেন, আসছে এক বিশাল চমক — পুরুষপ্রধান লোকেশ সিনেমাটিক ইউনিভার্সে এবার জায়গা করে নিচ্ছেন এক নতুন নারী চরিত্র। আর এই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার অনুষ্কা শেট্টিকে।
সূত্রের দাবি, ‘কাইথি ২’-তে অনুষ্কার চরিত্রটি শুধু গ্ল্যামারের ছোঁয়া নয়, বরং এক গভীর আবেগঘন স্তর এনে দেবে গল্পে। এমনকি এই চরিত্র হতে পারে দিল্লির স্ত্রীর — যা আগের ছবিতে কেবল ইঙ্গিতে দেখানো হয়েছিল।
পরিচালক লোকেশ জানিয়েছেন, “আমি একজন অভিনেত্রীর জন্য বিশেষ কিছু লিখছি।” তার এই মন্তব্য থেকেই শুরু হয়েছে উত্তেজনা — দীর্ঘদিন পুরুষতান্ত্রিক লড়াইয়ের ভেতর এবার কি অবশেষে আবেগ আর নারীর জোরও যুক্ত হবে লোকেশের অ্যাকশন-নির্ভর দুনিয়ায়?
‘কাইথি ২’-এর শ্যুটিং শুরু হতে পারে ২০২৫ সালের শেষ ভাগে বা ২০২৬ সালের গোড়ায়। সেখানে থাকবে চেনা উচ্চতর অ্যাকশন, এক্সপান্ডেড ইউনিভার্স এবং এবার যুক্ত হচ্ছে নারীর আবেগী উপস্থিতি, যা পাল্টে দিতে পারে পুরো কাহিনির গতিপথ।
প্রথম কিস্তিতে দিল্লির চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল রুদ্ধশ্বাস গল্প। তবে দ্বিতীয় কিস্তিতে তার অতীত, ব্যক্তিজীবন এবং পারিবারিক অধ্যায় নিয়ে আরও বিস্তৃতভাবে জানতে পারবে দর্শকরা। আর সেই জায়গায় অনুষ্কার সংযোজন একেবারেই নতুন মাত্রা যোগ করবে বলে মত সিনেমা বিশ্লেষকদের।
লোকেশ ইউনিভার্স যত বাড়ছে, ততই সে হয়ে উঠছে আরও ভারসাম্যপূর্ণ, আরও আবেগপ্রবণ — এই প্রথমবার তার কেন্দ্রে এসে দাঁড়াতে চলেছে এক নারী।
এসএন