কিছুদিন আগে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে দেবের আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এর টিজার, যেখানে অভিনেতার নামের আগে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘মেগাস্টার দেব’ হিসেবে।
ভক্তরা বিষয়টিকে ইতিবাচকভাবে নিলেও এত দিন যিনি দেব ছিলেন, হঠাৎ করে তিনি ‘মেগাস্টার দেব’ হয়ে গেছেন; তা নিয়ে সোশ্যালে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
তবে যাকে নিয়ে এত আলোচনা-সমালোচনা সেই দেবেরই এ ধরনের তকমা অর্থাৎ ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ পছন্দ নয়।
বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। দেব বলেন, ‘আই হেট দিস থিং। আমার প্রডাকশনে কতবার যে আমার নামের আগে সুপারস্টার লাগিয়েছিল আমার প্রতিষ্ঠানের ছেলেগুলো! এ জন্য কতবার যে ওরা ঝাড় খেয়েছে!’
এরপর দেব জানালেন, ‘রঘু ডাকাত’ সিনেমায়ও তার নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতার জোরাজুরিতে সেটা এড়াতে পারেননি।
অভিনেতা-প্রযোজক বললেন, ‘আমি লন্ডনে প্রজাপতি টু-র শুট করছিলাম। সে সময় আমাকে টিজারটা পাঠিয়ে বলা হয়, কী কী কারেকশন আছে একটু চেক করে দাও। আমার দুই তিনটা অবজারভেশন ছিল। সবচেয়ে বড় অবজারভেশন ছিল, ওখানে সুপারস্টার দেব লেখা ছিল বড় বড় করে। আমি জানিয়ে দিই, নামের সঙ্গে আমি সুপারস্টার লাগাই না, ওটা বাদ দিয়ে দাও। দেব জানান, তাঁর কথামতো টিজারটি কারেকশন করে আবার পাঠানো হয়। এবার অবাক হয়ে লক্ষ করেন, তাঁর নামের আগে সুপারস্টার শব্দটি বাদ দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু জুড়ে দেওয়া হয়েছে মেগাস্টার।
তিনি বলেন, ‘সঙ্গে সঙ্গে শ্রীকান্তদাকে ফোন করেছি। শ্রীকান্তদা বলছে, তুই ফোনটা রাখ, অন্য কোনো কারেকশন থাকলে বলো। বারবার তাঁকে অনুরোধ করি, এটা চেঞ্জ করো, শুধু দেব দাও। তিনি বললেন, আর কিছু বলার আছে? তুই ফোন রাখ, শুটিং কর। এভাবেই মেগাস্টার শব্দটি জুড়ে গেল।’
তবে নামের আগে মেগাস্টার জুড়ে গেলেও বিষয়টিকে মোটেই উদ্যাপন করেন না বলে জানালেন দেব। তিনি বলেন, ‘আমি এসব প্রশংসায় বয়ে যাই না। আমাকে প্রতিদিনই খাটতে হয়। রঘু ডাকাতের টিজারে এত রেসপন্স পাওয়ার পর আমার মাথায় আরো চাপ বেড়েছে। একটাই ভাবনা, এর পরের কাজটা কী করব! এই মুহূর্তে আমার কাছে এমন কোনো স্ক্রিপ্ট নেই, যার স্কেল আমি রঘু ডাকাতের চেয়ে বড় করতে পারি। আমার নিজের সিনেমার সঙ্গেই আমার কম্পিটিশন।’
এর আগে শাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দ ব্যবহার নিয়েও বেশ বিতর্ক হয়েছিল। তার এ তকমা নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন জাহিদ হাসান।
ইউটি/এসএন