টলিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জনের ঢেউ। অভিনেতা নাগা চৈতন্য এবং অ্যাকশনধর্মী সিনেমার সফল নির্মাতা বয়াপতি শ্রীনুকে নিয়ে তৈরি হয়েছে জোরাল আলোচনা। শোনা যাচ্ছে, বয়াপতির পরিচালনায় চৈয়ের ২৫তম ছবি হতে চলেছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা, যেখানে নরম-সরম চরিত্রে অভ্যস্ত এই নায়ক প্রথমবারের মতো রূপ নেবেন পুরোদস্তুর ‘মাস হিরো’ অবতারে।
‘সিমহা’, ‘লেজেন্ড’ এবং ‘অখণ্ড’-এর মতো হাইভোল্টেজ অ্যাকশন ব্লকবাস্টার নির্মাণ করে ইতিমধ্যেই দক্ষিণ ভারতীয় সিনেমার এক শক্তিমান নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বয়াপতি। এবার তাঁর নজর নাগা চৈতন্যের ওপর। দীর্ঘদিন ধরে রোম্যান্টিক ও মৃদুভাষী চরিত্রে দেখা গেলেও এই ছবির মাধ্যমে চৈয়ের ইমেজে আসতে পারে আমূল পরিবর্তন।
চৈয়ের ২৪তম ছবি বর্তমানে শুটিং পর্যায়ে রয়েছে ‘বীরুপাক্ষ’ খ্যাত পরিচালক কার্তিক বর্মা দণ্ডুর পরিচালনায়। তবে তার চেয়েও বেশি উত্তেজনা তৈরি হয়েছে সম্ভাব্য ২৫তম ছবিকে ঘিরে। এই ছবিটি নির্মিত হবে ১৪ রিলস প্লাস ব্যানারে, এবং যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে এটি নাগা চৈতন্যের কেরিয়ারে এক মোড় ঘোরানো অধ্যায় হয়ে উঠতে পারে।
অনেকে মনে করছেন, এই নতুন জুটি একদিকে যেমন বয়াপতির বিরুদ্ধে থাকা সমালোচনাকে চাপা দিতে পারে—যেখানে বলা হয় তিনি কেবলমাত্র সিনিয়র তারকাদের নিয়েই সফল—অন্যদিকে চৈয়ের জন্যও এটি হতে পারে এমন এক অভিজ্ঞতা, যা অলু অর্জুনের ‘সারেইনোডু’র মতো কেরিয়ার পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।
এখন শুধু অপেক্ষা, এই আলোচনার বাস্তব রূপ নেওয়ার। কারণ চৈয়ের নতুন অবতার দেখার জন্য দর্শকদের কৌতূহল ইতিমধ্যেই চূড়ায় পৌঁছেছে।
এসএন