তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় সঙ্গীত জুটি ধানুশ ও জি ভি প্রকাশ কুমার আবারও ফিরছেন নতুন এক সুরের যাদু নিয়ে। তাঁদের আসন্ন চলচ্চিত্র ‘ইডলি কadai’ মুক্তি পাচ্ছে আগামী ১ অক্টোবর। এরই মধ্যে ছবির মিউজিক অ্যালবাম ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ, এই জুটি মানেই আবেগময় সুর, মাটির ঘ্রাণমাখা গীতি আর শ্রোতাদের মুখে মুখে ফেরার মতো গান।

এর আগে ‘পোল্লাধাভান’, ‘আডুকালাম’ থেকে শুরু করে ‘আসুরান’—প্রতিটি ছবিতেই ধনুশ ও জি ভি প্রকাশ একের পর এক স্মরণীয় অ্যালবাম উপহার দিয়েছেন। তাই ‘ইডলি কadai’-কে ঘিরে প্রত্যাশা এখন আকাশছোঁয়া। তাঁদের সঙ্গীত শুধু গানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রূপ নেয় এক সাংস্কৃতিক মুহূর্তে, যা দীর্ঘদিন দর্শক-শ্রোতার মনে থেকে যায়।
১ অক্টোবর মুক্তি পাচ্ছে শুধু একটি ছবি নয়—ফিরে আসছে এক সুরের জাদু, যা আবারও তামিল সিনেমার সঙ্গীতপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যাবে।
এফপি/এস এন