‘ইন্ডিয়ান ২’ নিয়ে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, কিন্তু বাস্তবতা হতাশ করেছে অনেককেই। তবে তাতে দমে যাওয়ার পাত্র নন নির্মাতা শঙ্কর। একের পর এক চমক আর ভিজুয়াল জাদুতে দর্শকের হৃদয় জয় করা এই পরিচালকের লক্ষ্য এখন ‘ইন্ডিয়ান ৩’। ঘোষণা এসেছে, ২০২৫ সালের শেষেই মুক্তি পাবে এই ভিজিলান্টি সাগার শেষ অধ্যায়।
যদিও দ্বিতীয় কিস্তির বক্স অফিসে মুখ থুবড়ে পড়া নিয়ে ইন্ডাস্ট্রির একাংশ ভেবেছিল, ‘ইন্ডিয়ান ৩’ হয়তো আর বড় পর্দা ছুঁতেই পারবে না। কথাও উঠেছিল, এটি সরাসরি ওটিটিতে মুক্তি পাবে। তবে শঙ্করের মতো পরিচালক কখনোই হাল ছাড়েন না। সিনেমাটি থিয়েটারেই মুক্তি পাবে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ, তার বিশ্বাস—এই অধ্যায়ই হবে প্রকৃত ফিনিশিং, যা দর্শকদের মনে আগুন জ্বালাবে আবারও।
‘ইন্ডিয়ান ২’ হয়তো প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, কিন্তু এর শেষ দৃশ্যে যে রহস্য আর কৌতূহলের বীজ বপন করা হয়েছে, তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। শঙ্কর জানেন, সেই উন্মাদনাকেই কাজে লাগিয়ে শেষ কিস্তিকে রূপ দিতে হবে এক ঐতিহাসিক ছবিতে।
সিনেমাটিতে আছেন কমল হাসান, যিনি তার আইকনিক চরিত্রে আবারও ফিরছেন। সঙ্গে থাকছেন সিদ্ধার্থ, এস জে সূর্যাহ ও রাকুল প্রীত সিং। শক্তিশালী এই কাস্ট, শঙ্করের পরিচালনা আর বিদ্রোহী আত্মার গল্প মিলিয়ে 'ইন্ডিয়ান ৩' হয়ে উঠতে পারে এক অনন্য চলচ্চিত্র অভিজ্ঞতা।
শঙ্করের জন্যও এটি হতে পারে এক পুনর্জন্ম, এক জয়ী প্রত্যাবর্তনের গল্প। যেভাবে প্রথম 'ইন্ডিয়ান' এক যুগান্তকারী চিহ্ন এঁকে দিয়েছিল, এবারও দর্শকের হৃদয়ে সেই আগুন জ্বালানোর চেষ্টায় রয়েছেন তিনি।
এসএন