বলিউডে ‘দাবাং’ ইমেজ, অ্যাকশন হিরো কিংবা শক্তিমত্তার প্রতীক বলতেই প্রথমেই যার নাম আসে, তিনি সালমান খান। অথচ এই রুক্ষ ও দৃঢ়তার আড়ালে যে কতটা নিঃসঙ্গতা লুকিয়ে থাকে, তা নিজের মুখেই প্রকাশ করলেন এই সুপারস্টার। তিন দশকের বেশি সময় ধরে বলিউড দাপিয়ে বেড়ানো এই অভিনেতা সম্প্রতি জানালেন—প্রকাশ্য আলো ঝলমলে জীবনেও কতটা নিঃসঙ্গ তিনি, বিশেষ করে নীরব রাতগুলোতে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে সালমানের এই হৃদয়ছোঁয়া স্বীকারোক্তি। চারপাশে সবসময় মানুষে ঘেরা থাকলেও, তাঁর অন্তরের নির্জনতা সহজে কাটে না বলেই জানান তিনি। এত বছরের সাফল্য, এত জনপ্রিয়তা—তার মাঝেও থেকে যায় এক শূন্যতা, এক চাপা কষ্ট, যা সবসময় বোঝা যায় না বাইরের জগতে।
সালমানের এমন খোলামেলা অনুভব অনুরাগীদের মনে এক ভিন্ন দাগ কাটছে। সোশ্যাল মিডিয়াজুড়ে শুরু হয়েছে প্রশংসার ঝড়। কেউ কেউ লিখেছেন, ‘এটাই তো একজন সত্যিকারের মানুষের পরিচয়।’ আবার কেউ বলছেন, ‘সালমান ভাই, আপনি একা নন, আপনার সঙ্গে আমরা আছি।’
এ যেন নতুন করে মনে করিয়ে দিল, রঙিন জগতের আলোর পেছনেও থাকে গভীর অন্ধকার, জৌলুশের আড়ালেও লুকিয়ে থাকে হৃদয়ের নিঃসঙ্গতা। সালমান খানের মতো তারকাও এই একাকীত্বের ছায়া থেকে মুক্ত নন—এই উপলব্ধিই হয়তো তাকে আরও কাছের করে তুলেছে ভক্তদের কাছে।