বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘তারেক রহমানের মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি আছে। বলা হয় সে যেন তারেক জিয়া নয়, আরেক জিয়া।’
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান উপলক্ষে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘সাম্প্রতিককালে সংকট উত্তরণ, পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারেক রহমান যে মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতা দেখিয়েছেন, এটা বিরল ঘটনা।
বাংলাদেশের মানুষ এবং বহির্বিশ্বের নেতারাও স্বীকার করে তার প্রশংসা করেছে।’
তিনি বলেন, ‘তারেক রহমান দেশেই বাইরে থেকেও ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা সময় দিচ্ছেন দেশ, এ দেশের জনগণ এবং দলের জন্য। তার উদারতা ও বিচক্ষণতা দিয়ে দেশের উদ্ভূত পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামলিয়ে যাচ্ছেন।’
খোকন বলেন, ‘বিএনপি একটা বড় দল।
এ সরকার বিএনপির ম্যান্ডেট নিয়েই পরিচালিত হচ্ছে। বিএনপির সমর্থন ছাড়া এ সরকার গঠন সম্ভব ছিল না। বিএনপি বলেছে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সরকার আমাদেরই সরকার।
এ সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করছি।’
তিনি আরো বলেন, ‘দলের বিভিন্ন পর্যায়ের ৩ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কাজ করা যাবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে উৎখাত করতে সবচেয়ে বেশি ভূমিকা তারেক রহমানের। অন্য অনেকেরও ভূমিকা আছে, আমরা তা অস্বীকার করছি না।
এ সময় নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, চিনিসপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল কবির ভূঁইয়া, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মনিরুজ্জামান মনির প্রমুখ।
এসএন