রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এক সময় বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার পরিকল্পনা করেছিল। এমন দাবি করেছেন দলটির সাবেক অলরাউন্ডার মঈন আলী।
২০১৯ সালে গ্যারি কারস্টেনের অধীনে খেলার সময় এমন পরিকল্পনার কথা জানতেন মঈন। ইংলিশ এই অলরাউন্ডারের মতে, ওই সময় পার্থিবকে নেতৃত্বে আনা প্রায় চূড়ান্ত ছিল। ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি।
মাঠে সাফল্য না পেলেও কোহলির অধীনে ব্র্যান্ড হিসেবে আরসিবির জনপ্রিয়তা বেড়েছিল। তবে ৯ মৌসুমে পাঁচবারই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে দলটি। ২০১৯ মৌসুমে ১৪ ম্যাচে ৮টি হারায় আরসিবি পয়েন্ট তালিকার তলানিতে ছিল।
সেই মৌসুমে কোচ গ্যারি কারস্টেনের ভাবনায় ছিল অধিনায়ক পরিবর্তনের বিষয়টি। মঈন আলী বলেন, ‘আমার মনে হয় পার্থিব অধিনায়ক হতে যাচ্ছিল। গ্যারি কারস্টেনের পার্থিবকে অধিনায়ক করার পরিকল্পনা ছিল। ওর ক্রিকেট-মস্তিষ্ক দারুণ। তখন সেটাই আলোচনা হচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না পরে কী হয়েছিল বা কেন সেটা বাস্তবায়িত হয়নি, কিন্তু আমি নিশ্চিত তাকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছিল।’
পার্থিব প্যাটেলকে ঘরোয়া ক্রিকেটে একজন কৌশলী ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে তিনি গুজরাট টাইটানসের সহকারী কোচ ও দিল্লি প্রিমিয়ার লিগে দিল্লি ওয়ারিয়র্সের পরামর্শক হিসেবে যুক্ত আছেন।
২০২২ সাল থেকে ফাফ ডু প্লেসি বেঙ্গালুরুর অধিনায়কত্বের দায়িত্ব নেন। ২০২৫ সালে তাকে দলে না রাখায় নেতৃত্ব আসে রজত পাতিদারের হাতে, যার অধীনেই প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে বেঙ্গালুরু।
এফপি/এসএন