বাংলাদেশের প্রগতিশীল ব্যান্ড সংগীত অঙ্গনে তরুণদের নিয়ে গঠিত ব্যান্ড “অবশেষ” তাদের চতুর্থ মৌলিক গান “সত্য আবেশ” প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) হেভি মেটাল টি-শার্ট এর ফার্মগেট আউটলেটে গানটি মুক্তি পায়।
ভালোবাসা, হৃদয়ের অমোচনীয় আবেশ এবং না-পাওয়ার বেদনায় মোড়ানো এই গানটি আগ্রহী শ্রোতাদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
গানটির গল্পভিত্তিক মিউজিক ভিডিও নির্মিত হয়েছে একটি আবেগময় কনসেপ্টে, যার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রেয়ান মাহাদী। গানটির গীত ও সুর করেছেন তৌকির নিশার। কণ্ঠ দিয়েছেন স্বাক্ষর , গিটারে ছিলেন ফাইয়াজ ও অর্ক, বেজ গিটারে ফাইয়াজ, বাঁশিতে অঙ্কণ, এবং ড্রামে ছিলেন রৌদ্র।
এই গানটি অবশেষের চলমান অ্যালবাম “অধরা”-এর চতুর্থ গান।
এই অ্যালবামের প্রতিটি গান একটি নির্দিষ্ট আবেগকে কেন্দ্র করে তৈরি—ভালোবাসার মরিচীকা, হারিয়ে যাওয়া শৈশব, সমাজে নিজেকে টিকিয়ে রাখার সংগ্রাম এবং এবার “সত্য আবেশ”-এ প্রকাশ পাচ্ছে হারানো সম্পর্কের গভীর অনুভূতি।
ব্যান্ডের ড্রামার ও প্রতিষ্ঠাতা রৌদ্র চৌধুরী বলেন , “সত্য আবেশ আমাদের হৃদয়ের খুব কাছের একটি গান। আমরা বিশ্বাস করি—এই অনুভবটা, এই না-পাওয়ার গভীরতাটা—প্রত্যেক শ্রোতার মনে একটা না একটা সময় বাজবেই।”
মিউজিক ভিডিওর নির্মাতা,নির্দেশক ও ব্যান্ডের ম্যানেজার রেয়ান মাহাদী বলেন, “এই গানটির গল্প বাস্তবের কাছাকাছি, যেখানে ভালোবাসা সবসময় থেকে গেলেও, মানুষটা হারিয়ে যায়। ভিডিওতে আমরা সেই না-পাওয়ার আবেগ এবং সত্য ভালোবাসার অনুরণন তুলে ধরার চেষ্টা করেছি।”
গীতিকবি ও সুরকার তৌকির নিশার বলেন, “গানটি এমন এক মুহূর্তের কথা বলে, যা চলে যাওয়ার পরেও থেকে যায়। এই অনুভূতির গায়ে সত্যের আবেশ লেগে থাকে সারাজীবন।”
গানটি ইউটিউবে পাওয়া যাবে ব্যান্ডের অফিসিয়াল চ্যানেলে। “সত্য আবেশ” শুনুন, অনুভব করুন, আর ছড়িয়ে দিন সেই না-পাওয়ার গভীর ভালোবাসা।
টিএ/