ওটিটি নয়, প্রেক্ষাগৃহের পর এবার সরাসরি ইউটিউবে মুক্তি পাচ্ছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। বিশ্বব্যাপী সিনেমা সহজলভ্য করতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন এই বলিউড তারকা-প্রযোজক।
জানা গেছে, আগামী ১ আগস্ট সারা বিশ্বে ইউটিউবে স্ট্রিমিং হবে এই সিনেমা।
আমির খান জানিয়েছেন, ভারতে দর্শকরা মাত্র ১০০ রুপিতে ‘সিতারে জামিন পার’ দেখতে পারবেন।
পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর ও স্পেনসহ ৩৮টি আন্তর্জাতিক বাজারে স্থানীয় মুদ্রা অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে আমির বলেন, ‘গত ১৫ বছর ধরে ভাবছি কিভাবে এমন দর্শকদের কাছে পৌঁছানো যায়, যারা থিয়েটারে যেতে পারেন না বা সুযোগ পান না। ইউপিআই, ইন্টারনেট প্রবেশ ও ইউটিউবের সহজলভ্যতার মাধ্যমে সেই স্বপ্ন সত্যি করার সময় এসেছে।’
এ সময় তিনি আরো বলেন, ‘আমার স্বপ্ন সিনেমা সবার জন্য হোক, সুলভ মূল্যে।
যেখানে খুশি, যখন খুশি সিনেমা দেখার সুযোগ থাকা উচিত। যদি এই পন্থা সফল হয়, তাহলে নতুন নির্মাতাদের জন্য এটি বিশাল সুযোগ হবে। ভূগোল বা অন্য কোনো সীমাবদ্ধতা তখন বাধা হবে না।’
‘সিতারে জমিন পার’ একটি হৃদয়ছোঁয়া স্পোর্টস ড্রামা।
ছবিতে একজন বাস্কেটবল কোচ ও বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের দলকে নিয়ে আবর্তিত হয়েছে কাহিনি। আমির খান ও জেনেলিয়া দেশমুখ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং ছবিতে দেখা যাবে ১০ জন মানসিকভাবে বিশেষ সক্ষম অভিনেতাকে।
উল্লেখ্য, ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘সিতারে জামিন পার’ আয় করেছে প্রায় ২৭০ কোটি রুপি! এমন একটি সিনেমা কোনো নামিদামি ওটিটিতে মুক্তি পাবে বলেই স্বভাবত সবাই ভেবেছিলেন। কিন্তু আমির হাঁটলেন ভিন্ন পথে।
এফপি/এসএন