বক্স অফিসে ঝড় তোলা মোহিত সুরির ‘সাইয়ারা’ নিয়ে এবার এল এক চমকপ্রদ পর্দার আড়ালের গল্প। পরিচালক নিজেই জানালেন—শুরুতে ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী।
‘শেরশাহ’-এর সাফল্যের পর তাদের সঙ্গে কথা এগোলেও শেষমেষ আর চুক্তি পাকাপাকি হয়নি। তখনই আদিত্য চোপড়া মোহিতকে উৎসাহ দেন ঝুঁকি নিতে—প্রস্তাব দেন নতুন মুখ দিয়ে ছবিটি করার। কারণ গল্পটিই ছিল তরতাজা প্রেম আর সঙ্গীতের, যা দরকার ছিল একদম ফ্রেশ এনার্জি।
এভাবেই সুযোগ পান দুই নবাগত আহান পান্ডে ও আনিত পাড্ডা। বাজি যে ঠিকই খেল, তা প্রমাণ করেছে ছবির অভূতপূর্ব সাফল্য। মুক্তির পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন দুই নায়ক-নায়িকা, আর মোহিত সুরির ক্যারিয়ারেও যুক্ত হয় নতুন মাইলফলক।
এফপি/ টিএ