দেশের ঘরোয়া ক্রিকেটে প্রতিনিয়ত নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন নুরুল হাসান সোহান। বিপিএল, ডিপিএল কিংবা ‘এ’ দলের প্রতিনিধি হয়ে রান করছেন বিভিন্ন প্রতিযোগিতায়। পাশাপাশি অধিনায়ক হিসেবেও সোহান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার নেতৃত্বে গ্লোবাল সুপার লিগে এবার টানা দ্বিতীয় ফাইনাল খেলে এসেছে রংপুর রাইডার্স।
যখনই ভালো করেন, তখন সোহানের সামনে একটা প্রশ্নই ঘুরে-ফিরে আসে। গতকালও (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফের জাতীয় দলে খেলার প্রশ্নে তিনি বলেন, ‘আমার কাজ একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধ। সেটা হলো শুধু ক্রিকেট খেলা। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। হয়ত কোনো সময় ভালো করব, কোনো সময় ব্যর্থ হব। সফলতা-ব্যর্থতা তো জীবনেরই অংশ। জাতীয় দলে জায়গা পাওয়া বা না পাওয়া আমার হাতে কিছু নাই। আমি এসব নিয়ে চিন্তাও করতে চাই না। অবশ্যই যেখানে সুযোগ পাব, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ২০২৩ সালে খেলেছিলেন সোহান। আবারও তার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর বিষয়টা তিনি টিম ম্যানেজমেন্টের হাতেই ছেড়ে দিলেন, ‘আমি যেটা চাইব সবসময়ই সেটা হবে এমন কিছু নয়। টিম ম্যানেজমেন্টের যদি মনে হয়, সেটা তাদের ব্যাপার। আমার দিক থেকে, আমি যখনই সুযোগ পাব, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
বিপিএল ও গ্লোবাল সুপার লিগের তুলনার প্রশ্নে সোহান বলেন, ‘গ্লোবাল সুপার লিগ বিপিএলের চেয়ে আলাদা। সেখানে বিভিন্ন দেশের দল থাকে। তবে আমার মনে হয়, বিপিএলে বাংলাদেশের যে দর্শকরা আছে, তাদের আবেগ অন্যরকম। তারা মাঠে উপস্থিত থেকে খেলা দেখে। যেখানে যে দলেই খেলি, অবশ্যই চাইব যেন আরও ভালো করতে পারি।’
বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের অধিনায়কত্বে প্রশংসা কুড়িয়েছেন সোহান। তিনি জানান, ‘অধিনায়কত্ব অবশ্যই একটা চ্যালেঞ্জের জায়গা। সতীর্থদের সহায়তা থাকলে অধিনায়কের জন্য কাজটা সহজ হয়ে যায়। ভালো দল পেলে অধিনায়কের খুব বেশি কিছু করার থাকে না। কারণ ক্রিকেট একটা দলীয় খেলা। সবাই দল হিসেবে খেলার চিন্তা করলে অধিনায়কও সাপোর্ট পায়।’
পিএ/এসএন