হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারত না: সোহান

"বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তিনটি নাম অনিবার্যভাবেই উঠে আসে—স্টিভ রোডস, রাসেল ডমিঙ্গো এবং চান্ডিকা হাথুরুসিংহে। এই তিন কোচের অধীনে বাংলাদেশের ক্রিকেট দলের গতিপথ ও পরিস্থিতি বদলে গেছে, তবে শেষ পর্যন্ত তাদের বিদায় ছিল একেবারেই বাজেভাবে। প্রত্যেকেই ছিলেন ক্রিকেটারদের বা বোর্ডের কাছে বিতর্কিত, কখনো কোমল তো কখনো কঠোর। তবে, তাদের অধীনে ছিলেন এমন একজন ক্রিকেটার, যিনি সবসময় মাঠে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন—নুরুল হাসান সোহান।"

সম্প্রতি গণমাধ্যমকে সঙ্গে আলাপকালে এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন তার অন্যতম পছন্দের কোচ রাসেল ডমিঙ্গো। তাকে ১০০ এর মধ্যে ৯০ শতাংশ মার্ক দেবেন তিনি। হাথুরুসিংহের কথা বলতে গিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন এই লঙ্কান কোচকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করত না। বিশেষ করে যারা পারফর্ম করতে পারতেন না তারা কখনই তার সাপোর্ট পেতেন না এই কোচের কাছ থেকে।

এ প্রসঙ্গে সোহান বলেন, 'আমার কাছে মনে হয় রাসেল ডমিঙ্গো ১০০ এর মধ্যে ৯০% পাওয়ার মতো। কারণ তার ম্যান ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের তার উপর বিশ্বাস ছিলো। আর অবশ্যই হাতুরুসিংহের ক্ষেত্রে হয়তো তার প্ল্যান ভালো। কিন্তু আমার কাছে মনে হয় যে কোন প্লেয়ারই তারে বিশ্বাস করতে পারতো না।'

সোহান জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন এক সময়। লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর মধ্যেই তার অধীনে রংপুর জিতেছে গ্লোবাল সুপার লিগের শিরোপা। সর্বশেষ জিএসএলের আসরে রংপুর হয়েছে রানার্সআপ। সব মিলিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে তার। তার ধারণা প্রত্যেক ক্রিকেটারকেই ভিন্ন ভিন্ন উপায়ে সামাল দেয়া উচিত কোচদের। যারা পারফর্ম করে তাদের চেয়ে যারা পারফর্ম করতে পারছেন না তাদের কোচকে বেশি প্রয়োজন। 



ব্যাখ্যা দিয়ে সোহান বলেছেন, 'যখন একটা প্লেয়ার যখন ভালো করবে, তার কিন্তু অনেক বেশি সাপোর্টের দরকার হয় না। কারণ সে এমনিই ভালো করছে। যখন একজন ক্রিকেটার খারাপ করবে, তখন তার সাপোর্টের দরকার হয়। যে সে ঐ খারাপ সময়টা থেকে কিভাবে বের হয়ে ভালো করতে পারে। কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে বাংলাদেশের হয়ে আগে খেলছে, এখন খেলছে বা ভবিষ্যতে খেলছে, সবাইরই কিন্তু কোয়ালিটি আছে এবং পারফর্ম করে, হয় ঘরোয়া বলেন বা কোথাও পারফর্ম করে আসছে। তো আপনার মানসিক শান্তিটা খুব গুরুত্বপূর্ণ। যে জায়গায় হাতুরুসিংহের অনেক বড় মিসিং ছিলো আমার কাছে মনে হয়।'

একটি দলকে পরিবার হিসেবে গড়ে তুলতেও কোচের বড় ভূমিকা থাকা উচিত বলে মনে করেন সোহান। এই জিনিসটারই অভাব ছিল হাথুরুসিংহের। বাজে ফর্মে থাকা ক্রিকেটাররাই মানসিকভাবে সবচেয়ে চাপে থাকেন। সেই সময় তাদের পাশে অধিনায়ক বা কোচদের থাকা উচিত বলেই বিশ্বাস সোহানের।

তিনি বলেছেন, 'কোচের প্রধান কাজটা থাকে কিন্তু পুরো দলটাকে একটা পরিবার হিসেবে গড়ে তোলা। কারণ ক্রিকেট মূলত একটি দলগত খেলা। তো আপনি দল হিসেবে যখন একসাথে থাকতে পারবেন, আপনি যখন বিশ্বাস করবেন যে আপনার একজন সঙ্গী আপনার খারাপ সময়ে আপনাকে সাপোর্ট করবে। এই পরিবেশটা তৈরি করলে ক্রিকেট আপনার অনেক বড় প্লেয়ারের থেকে আপনার যদি পরিবেশ এরকম থাকে বা টিম স্পিরিট থাকে, তখন দলটার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।'

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আলোচনায় আসতে বিএনপি নেতাদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দীন: মজনু Jul 31, 2025
img
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে Jul 31, 2025
img
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প Jul 31, 2025
img
৩১ জুলাই, ২০২৪: ‘মার্চ ফর জাস্টিস’ Jul 31, 2025
img
শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পার হলেও মানবাধিকার সংকট প্রকট : হিউম্যান রাইটস ওয়াচ Jul 31, 2025
img
গাজায় একদিনে নিহত ১০৪, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ১০০ Jul 31, 2025
img
আজ দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে? Jul 31, 2025
img
সাবেক আরেক এমপির থেকে ৫ কোটি টাকার চেক নেন রিয়াদ Jul 31, 2025
img
অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য Jul 31, 2025
img
ডি পলের অভিষেক, নিষেধাজ্ঞা থেকে ফিরেই মেসির জোড়া অ্যাসিস্টে জয় Jul 31, 2025
img
শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে: গণশিক্ষা উপদেষ্টা Jul 31, 2025
img
প্রকাশিত হলো ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা Jul 31, 2025
img
৪৯তম বিসিএসে অনলাইন আবেদন ও ফি জমাদানে পিএসসির নতুন নির্দেশনা Jul 31, 2025
img
চট্টগ্রামে এক দিনে বিএনপির ২০ নেতা বহিষ্কার Jul 31, 2025
img
আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক Jul 31, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত Jul 31, 2025
img
দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস Jul 31, 2025
img
ট্রাম্পের চাপেও সুদহার কমায়নি ফেড, সেপ্টেম্বরেও কমার সম্ভাবনাও ক্ষীণ Jul 31, 2025
img
অন্তর্বর্তী সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয় : মাসুদ কামাল Jul 31, 2025
img
খুলনায় করোনায় প্রাণ হারাল আরও ১ জন Jul 31, 2025