ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ৩৯ হাজার ৯৩২ জন। এরমধ্যে সর্বাধিক ভোটার রোকেয়া হলে ৫ হাজার ৬৭৬ জন।
নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার (৩০ জুলাই) এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
ভোটার তালিকা অনুযায়ী ছাত্র ভোটার ২০ হাজার ৯০৪ জন ও ছাত্রী ভোটার ১৯ হাজার ২৮ জন। মোট ভোটারের ৪৭ শতাংশের বেশি ছাত্রী এবং ৫২ শতাংশের বেশি ভোটার ছাত্র।
ছাত্রী ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোটার ৫ হাজার ৬৭৬ জন, শামসুননাহার হলে ৪ হাজার ৯৮ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৮ জন, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৯৫ জন ও ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৫১ জন।
ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ১ হাজার ৩১৯ জন, কবি জসীমউদ্দিন হলে ১ হাজার ২৯৮ জন, জগন্নাথ হলে ২ হাজার ২৫৪ জন, শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০০ জন, শহীদুল্লাহ হলে ২ হাজার ১৭ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭৯ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ১৩ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৩৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৮০ জন, হাজি মুহাম্মদ মুহসীন হলে ১ হাজার ৩৯৪ জন।
খসড়া ভোটার তালিকা এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নোটিশ বোর্ডের টানানো হয়েছে। বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আপত্তি জানানোর শেষ সময় আগামী ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টা।
আগামী ৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পিএ/এসএন