অন্তর্বর্তী সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয়- এমন মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয়। কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কীভাবে? এটা ভাবেন আগে। কারণ উনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না।
এখন উনাদের লক্ষ্য হলো যদি আমি দুটো দিন বেশি থাকতে পারি, তাহলে দুটো ফাইলের সিগনেচার করা যাবে, ওই সিগনেচার থেকে কিছু আসবে। চিন্তাটা এখন ওই পর্যায়ে যে ঠেকেছে।
মাসুদ কামাল বলেন, সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে। সংস্কারটা কি আসলে? কী সংস্কার করবে! গত ১১ মাসে তারা কী সংস্কার দেখাতে পেরেছে? তারও চেয়ে বড় কথা, উনারা যে সংস্কারটা করবেন, এটা কি ভালো হবে, না মন্দ হবে- এটা আমি বুঝব কি করে? উনি যদি উনার সরকারের মধ্যে সেই সংস্কারের কিছু একটা প্রয়োগ করে দেখাতে পারতেন।
দেখেন, আমরা এই কাজটা করেছি, এই কাজটা ভালো অতএব এইটা আপনারা পরবর্তী সময়ে করেন,আপনাদের উপকার হবে- এটা পারছেন? পারেন নাই। তো এই সরকার ঠিক সেভাবেই চলছে, যেভাবে আগে সরকারগুলো চলত। যিনি নিজে সংস্কার করতে না পারেন, যিনি নিজের জীবন যাপনের মধ্যে সংস্কার করতে না পারেন, নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন, তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না। এরা কী সংস্কার করবে?
তিনি বলেন, কতগুলো ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে।
কতগুলো এনজিও নিয়ে আসছে, এই এনজিও, সংস্থার যারা না কি এ দেশ থেকে চলে গেছে, যে ভাড়াটে বুদ্ধিজীবীরা যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, সেই লোক এসে আমাদের সংস্কার করবে! আর সেই সংস্কার আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলো মানবে! কেন মানবে এটাও আমি বুঝি না।
পিএ/এসএন