জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি : মির্জা ফখরুল

বিএনপি গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুতবিচার এবং দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই গণঅভ্যুত্থান ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের ওপর জাতিসংঘের ঢাকা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা চাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। একই সঙ্গে দেশের যে জরুরি সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো বিলম্ব না করে দ্রুত বাস্তবায়ন করা হোক। তিনি বলেন, এটি ভুলে গেলে চলবে না যে, দেশের এখন এমন একটি সরকার প্রয়োজন যেটি সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করে। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করার মধ্যে এবং ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, তা তিনি বাস্তবায়ন করবেন। এ নির্বাচনের মাধ্যমেই একটি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ও সংসদ গঠিত হবে।

মির্জা ফখরুল বলেন, দেশে যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ফ্যাসিবাদী শাসনের সময় ধ্বংস বা ভেঙে ফেলা হয়েছে, সেগুলোর পুনর্গঠন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী ফ্যাসিস্টরা দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলেছিল কিংবা ধ্বংস করেছিল। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে। এটি সহজ কাজ নয়। সময় লাগবে, কষ্টসাধ্য হবে। আমাদের ধৈর্য ধরতেই হবে।

তিনি অন্তর্বর্তী সরকারকে ‘জুলাই সনদ’ ঘোষণার আহ্বান জানিয়ে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছে, তাকে স্বাগত জানান।

ফখরুল বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো সহনশীলতার অভাব। আমাদের এ সংকট অতিক্রম করতে হবে। আরও ধৈর্য ধরতে হবে। অতীতে আমরা যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটিও পারবো।

এত রক্ত ও আত্মত্যাগের পর দেশের জনগণকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে একসঙ্গে এগিয়ে আসতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমি ‘গণতান্ত্রিক’ শব্দটির ওপর বিশেষ গুরুত্ব দিতে চাই। আমি বিশ্বাস করি, গণতন্ত্র এমন একটি ব্যবস্থা, যা ধীরে ধীরে আমাদের সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম। হ্যাঁ, তা রাতারাতি হবে না, কোনো অলৌকিক পরিবর্তনও আসবে না। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রকৃত পরিবর্তন আসবে কেবল গণতান্ত্রিক পথেই।’

মির্জা ফখরুল বলেন, বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এরই মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আজকের সংবাদপত্রে দেখে আমি খুশি হয়েছি যে, আমরা ১২টি মূল বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি।

গত বছরের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের ‘নৃশংসতা’ নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তার জন্য তিনি জাতিসংঘ ও তাদের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
৪৬ বছরের রেকর্ড ভাঙলেন অধিনায়ক শুবমান গিল Jul 31, 2025
img
বিদেশি কর্মীদের ট্যাক্স নিয়ে সুখবর দিলো মালয়েশিয়া Jul 31, 2025
img
দেশে বহুমাত্রিক দারিদ্র্য হার গড়ে ২৪.০৫ শতাংশ Jul 31, 2025
img
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৮৪ জন Jul 31, 2025
img
বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচিত সরকার প্রয়োজন : আমির খসরু Jul 31, 2025
img
নির্বাচন কমিশনের আরো ৫২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে Jul 31, 2025
img
জন্মদিনে আলিবাগের নৌকা ভ্রমণে অভিনেত্রী ক্যাটরিনা ও ভিকি কৌশল Jul 31, 2025
img
সতর্ক না থাকলে এক-এগারো ঘটা অসম্ভব নয়: মির্জা ফখরুল Jul 31, 2025
img
বড় বাজেটের অ্যাকশন থ্রিলারে ফিরছেন সানি দেওল Jul 31, 2025
img
দীর্ঘতম বজ্রপাতের বিশ্বরেকর্ড, দৈর্ঘ্য ৮২৯ কিলোমিটার Jul 31, 2025
img
যেসব দলের জামানত থাকবে না, তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: খোকন Jul 31, 2025
img
পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন, ১০০ আসনে হবে সংসদের উচ্চকক্ষ Jul 31, 2025
img
উচ্চকক্ষে কেন পিআর পদ্ধতি চায় এনসিপি, জানালেন সদস্য সচিব আখতার Jul 31, 2025
img
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্বের দল ঘোষণা করল বাংলাদেশ Jul 31, 2025
img
একসঙ্গে দাঁড়িয়ে জুলাই সনদ নিয়ে বিএনপি-জামায়াতের আইনজীবীদের বার্তা Jul 31, 2025
img
সিরিয়ার সঙ্গে পুরনো চুক্তি পর্যালোচনায় আগ্রহী রাশিয়া Jul 31, 2025
img
কৌশলগত নেতৃত্ব গঠনে সংস্কারমুখি নেতৃত্ব জরুরি : সেনাপ্রধান Jul 31, 2025
img
লোকেশ রাহুলকে ঘিরে কলকাতায় নতুন স্বপ্ন Jul 31, 2025
img
শ্বশুরবাড়ি থেকে ককটেলসহ আওয়ামী লীগ নেতা আটক Jul 31, 2025
img
জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা Jul 31, 2025