উরুগুয়েকে উড়িয়ে কোপা ফাইনাল-অলিম্পিকে ব্রাজিল

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল। নয় আসরের মধ্যে আটবারই তারা শিরোপা উৎসব করেছে। দশম সংস্করণের সেমিফাইনালে আজ (বুধবার) উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাও মেয়েরা। দাপুটে এই জয়ে তারা এক ঢিলে দুটি পাখি শিকার করল। একইসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল।

ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে প্রতিটি বিভাগেই দারুণ দাপট দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই তারা উরুগুয়ের জালে তিনবার বল জড়ায়।

দ্বিতীয়ার্ধে এক গোল করে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না উরুগুইয়ানদের জন্য। এক লাল কার্ডে খানিক বাদেই ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। পরে আরও দুই গোল হজম করে তারা রীতিমতো বিধ্বস্ত হয়েছে। বল পজেশনেও স্পষ্ট ব্যবধানে (৬৯ শতাংশ) এগিয়ে ছিল মার্তা সিলভারা।

আগেরদিন গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। আগামী শনিবার দিবাগত রাতে কোপার শিরোপা নির্ধারণী ফাইনালে লড়বে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েরা। অবশ্য এই দুটি দেশই গ্রুপপর্বে একসঙ্গে ছিল, পরস্পরের দেখায় খেলার নিষ্পত্তি হয় ড্র দিয়ে। এখন পর্যন্ত উভয় দলই অপরাজেয়। ব্রাজিল ৫ ম্যাচের চারটিতে (আরেকটি ম্যাচ ড্র) এবং কলম্বিয়া তিন ম্যাচে (ড্র দুটিতে) জিতেছে।



প্রথমার্ধেই ব্রাজিলিয়ান মেয়েরা জয়ের কক্ষপথ তৈরি করে ফেলেছিল। আর্থুর ইলিয়াসের শিষ্যদের সামনে উরুগুয়ান মেয়েরা ঠিকঠাক নিঃশ্বাসই নিতে পারছিলেন না। যদিও পঞ্চম মিনিটে প্রথম সুযোগটিই ছিল উরুগুয়ের সামনে। আকুইনোর ক্রসে বল পেয়ে ওয়েন্ডি কারবালো শট নেন, সেটি বেশ ভালোভাবেই ঠেকিয়েছেন ব্রাজিল গোলরক্ষক ক্লদিয়া। একাদশ মিনিটে সেলেসাও কিংবদন্তি মার্তার ক্রস আমান্দা গুতিয়েরেসের হেড হয়ে উরুগুয়ের জালে জড়ায়।

মিনিট দুয়েক বাদেই ফের ব্রাজিলের গোল। বক্সের ভেতর বল পেয়ে এবার স্কোরবোর্ডে নাম তোলেন গিও গারবেলিনি। ২৬ মিনিটে তৃতীয়বার ম্যাচে লিড নেয় ব্রাজিল। এবার কিংবদন্তি মার্তার সামনে সুযোগ করে দেয় পেনাল্টি। যেখানে তিনি সফল স্পট কিক নিয়েছেন। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই কিছুটা হেলেদুলে খেলতে থাকা ব্রাজিলের বিপক্ষে ব্যবধান কমায় উরুগুয়ে। যদিও তাতে ব্রাজিল ডিফেন্ডার ইসা হাসই বিব্রতকর অবস্থায় পড়েন। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে জড়ান নিজেদের জালে।

উরুগুয়ের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। উল্টো ৫৮ মিনিটে ইয়ামিলা মারিয়ানা লাল কার্ড দেখায় ১০ জনের দলটি আরও কোণঠাসা হয়ে পড়ে। যার সুফল পুরোপুরি আদায় করে নিয়েছে ব্রাজিল। ৬৫ মিনিটে আমান্দা ফ্রি-কিক থেকে ব্যক্তিগতভাবে দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেছেন। দুদিনিয়া ৮৬ মিনিটে ঠোকেন শেষ পেরেক, বক্সের ভেতর থেকে তার নেওয়া শট ঠেকানো কঠিন ছিল উরুগুয়ে কিপারের জন্য। স্কোরলাইন পরিণত হয় ৫–১ এ।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

'পেটে ভাত নাই' জুলাই সনদ দিয়া কি করমু? Jul 31, 2025
দিনভর শাহবাগে অবরোধ, পথচারীদের সাথে কথা-কাটাকাটি! Jul 31, 2025
মতিঝিলে থানায় হাঙ্গামা: ৩ জনকে কারাগারে পাঠাল আদালত! Jul 31, 2025
img
নাহিদের ফেসবুক পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানালেন সাদিক কায়েম Jul 31, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Jul 31, 2025
পৃথিবীর যেকোনো প্রান্তে ৯০ মিনিটে পৌঁছাবে ইলন মাস্কের জেট Jul 31, 2025
দুর্নীতি দুদকেও আছে, কমাতে উদ্যোগ নিয়েছি: বরিশালে দুদক চেয়ারম্যান Jul 31, 2025
নাহিদ ইসলামের বাবার ঘনিষ্ঠ ছিলো রিয়াদ! জুলকার নাইন সায়েরের চাঞ্চল্যকর তথ্য Jul 31, 2025
ইউক্রেনে যুদ্ধ নিয়ে পুতিনের ওপর হতাশ মেলানিয়া: ট্রাম্প Jul 31, 2025
রাজপথে নেমে এখন ট্রলের শিকার, মুখ খুললেন বাঁধন Jul 31, 2025
ঈমানের স্বাদ পেতে যে ৩টি কাজ করবেন Jul 31, 2025
img
বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০ Jul 31, 2025
img
হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড Jul 31, 2025
img
এফসি সিউলের জালে ৭ গোল বার্সার Jul 31, 2025
img
আরেকটি নতুন সংকট ভুয়া সমন্বয়ক : দুদক মহাপরিচালক Jul 31, 2025
img
ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়াল ভারত Jul 31, 2025
img
বক্সিংয়ে দেশসেরা হলো যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত Jul 31, 2025
img
অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে: আমির খসরু Jul 31, 2025
img
গোপালগঞ্জে জীবননাশের হুমকি থাকায় বাধ্য হয়েই বল প্রয়োগ করা হয়: সেনা সদর Jul 31, 2025
img
সৌদি আরবে বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় আহত অন্তত ২৩ Jul 31, 2025