রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার বিশাল ভূমিকম্পের পর সুনামির প্রথম ঢেউ হাওয়াইতে পৌঁছেছে। ওহু দ্বীপে ৪ ফুট (১.২ মিটার) উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছে। এর আগে ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।
বুধবার স্থানীয় সময় রাতে রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে আধুনিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের পর হাওয়াই, মার্কিন পশ্চিম উপকূলের কিছু অংশ এবং জাপানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।
হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন জনগণকে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছেন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনামির সতর্কতার জন্য মার্কিনিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
ভূমিকম্পের পর মার্কিন কর্তৃপক্ষ আলাস্কা এবং হাওয়াইয়ের জন্য সুনামি সতর্কতা জারি করে। হাওয়াই ছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের পাশাপাশি মার্কিন দ্বীপপুঞ্জ গুয়াম এবং মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপপুঞ্জে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করা হয়।
হাওয়াইয়ের জন্য কার্যকর সুনামি সতর্কতায় বলা হয়, উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জের কিছু উপকূলে স্বাভাবিক জোয়ারের স্তর থেকে ৩ মিটার (১০ ফুট) বেশি উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে, যা আগামী কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে।
রাশিয়ার ওই শক্তিশালী ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, গুয়াম, পেরু এবং ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেও বিভিন্ন স্তরের সুনামি সতর্কতা জারি করা হয়।
পিএ/এসএন