টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে দুই গ্রুপের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই পক্ষের মধ্যে সব ধরনের সমস্যা সমাধানে এ কমিটি কাজ করবে।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, বর্তমানে দেশে ধর্ম নিয়ে সমালোচনাকে এক ধরনের ‘ফ্যাশন’ হিসেবে দেখা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—যেকোনো ধর্ম নিয়ে কটুক্তি করা মোটেই গ্রহণযোগ্য নয়। এতে সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়।
সম্প্রতি রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কখনোই কাম্য নয়। অভিযুক্তকে গ্রেফতারের পরও সেখানকার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।
ধর্ম উপদেষ্টা জানান, গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সবাইকে আইন মেনে চলার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
কেএন/এসএন