চীনের সাংহাই শহরে টাইফুন কো-মেই আঘাত হানার আগেই স্থানীয় জনগণকে সরিয়ে নিয়েছে। কর্তৃপক্ষ প্রায় ২ লাখ ৮৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, বুধবার চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
সাংহাই সেন্ট্রাল মেটিওরোলজিক্যাল অবজারভেটরি বুধবার দুপুরে বৃষ্টির জন্য দেওয়া পূর্বের হলুদ সতর্কতা বাড়িয়ে কমলা সতর্কতা জারি করেছে, যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর।
টাইফুন কো-মেই বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে (জিএমটি অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিট) চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে প্রথমবারের মতো স্থলে আঘাত হানে এবং সন্ধ্যার দিকে সাংহাইয়ে দ্বিতীয়বারের মতো আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ‘গত রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত মোট ২ লাখ ৮৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে । যাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন ছিল, তাদের প্রায় সবাইকে নিরাপদ স্থানে স্থানান্তর করা সম্ভব হয়েছে।’
চীনের উপকূলীয় এলাকায় লাইভ ভিডিওতে দেখা গেছে, সাগরের ঢেউ উপকূলীয় হাঁটার পথ প্লাবিত করছে। নিংবো শহর থেকে সম্প্রচারে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা পানির মধ্যে দিয়ে হাঁটছেন।
রাশিয়ার ভূমিকম্পের প্রভাবে চীনে সুনামি সতর্কতা, পরে তুলে নেওয়া হয়।
চীনা কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় ও ভূমিকম্প উভয় দুর্যোগকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলোতে টহল ও উদ্ধার প্রস্তুতি জোরদার করা হয়েছে।
সূত্র : আলআরাবিয়া
এমকে/টিএ