২৫ জন আইপিএস অফিসারের আগমন আমির খানের বাড়িতে। অভিনেতার মুম্বাইয়ের বাড়ির সামনে এমন দৃশ্য দেখে বিস্ময়ে ভাসলো পুরো বলিউড। অনেকেই ধরে নেন, কোনও আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা। তবে পরে জানা যায়, ঘটনাটি নিছক সৌজন্যমূলক সাক্ষাৎ।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত আমির খানের বাসভবনে হঠাৎ করেই হাজির হন ২৫ জন ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার। ভিডিও ভাইরাল হওয়ার পর জল্পনা আরও বাড়ে। অবশেষে আমির খান নিজেই বিষয়টি স্পষ্ট করে জানান, এটা ছিল শুধুই এক সৌজন্য সাক্ষাৎ। আইপিএস অফিসারদের একটি ব্যাচ মুম্বাই সফরে ছিলেন। তখন মুম্বাই পুলিশের পক্ষ থেকে অনুরোধ আসে, দলটি যেন তার সঙ্গে কিছু সময় কাটাতে পারেন। আমির সেই অনুরোধে সাড়া দিয়ে নিজেই তাদের আমন্ত্রণ জানান তার বাসায়।
তিনি আরও বলেন, আইপিএসদের সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ নয়। ‘সরফারোশ’ ছবির সময়েও তৎকালীন কর্মকর্তাদের সহযোগিতা নিয়েছিলেন তিনি। তবে এত সংখ্যক অফিসারের উপস্থিতি নিয়ে বলিউডের ভেতরে কম গুঞ্জন হয়নি। একাংশের দাবি, নতুন সিনেমার জন্য বাড়তি নিরাপত্তা চাচ্ছেন আমির, তাই আইপিএসদের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে, কেউ কেউ বলেন, তার বিলাসবহুল গাড়ি ঘিরে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল।
তবে আমির এসব গুজব নস্যাৎ করে জানান, একঘণ্টার আলোচনায় শুধুই সৌজন্যবোধ ও পেশাগত আদান-প্রদান হয়েছে, যার সঙ্গে সিনেমা বা নিরাপত্তা, কোনও সম্পর্ক নেই
এফপি/টিএ